কলকাতা 

অকংগ্রেসী মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহন অনুষ্ঠানে মমতা যেতে বেশি পচ্ছন্দ করেন কটাক্ষ প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলীর

শেয়ার করুন
  • 72
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমলনাথ আগামী সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ।  ১৫ বছর ধরে এক নাগাড়ে ক্ষমতায় থাকার পর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের জনতা বিজেপিকে ক্ষমতাচ্যূত করেছে । মধ্যপ্রদেশে কংগ্রেসের এই জয়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের জয় বলে আখ্যা দিয়েছেন । অথচ কমলনাথ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন  বিশেষ সূত্রে এ খবর জানা গেছে । এ নিয়েই বাংলার জনরবকে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী বলেন , মাননীয়া মুখ্যমন্ত্রী রাজনীতির রঙ নির্বিশেষে তিনি অ-কংগ্রেসী মুখ্যমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে বেশি পচ্ছন্দ করেন । কংগ্রেস জিতেছে তাই এ জয়ে তাঁর কোনো আনন্দ নেই ।

এটা যদি অন্য কোনো আঞ্চলিক দল জিততো তাহলে তিনি হয়তো সব কাজ ফেলে শপথের আগের দিনেই পৌছে যেতেন । আর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন , বিজেপি বিরোধী দল কী তৃণমূল ? এটাই এখন বড় প্রশ্ন । তিনি মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বড় বড় কথা বলছেন কার্যক্ষেত্রে তা তিনি করছেন না । মোদী বিরোধী জোটের অন্যতম নেতা বলে তাঁকে কিছু সংবাদ-মাধ্যম প্রচার করছে । কিন্ত তিনি যদি সত্যিই মোদী বিরোধী নেতা হতেন তাহলে কমলনাথের আমন্ত্রণ পাওয়ার আগেই জানিয়ে দিতেন শপথ অনুষ্ঠানে তিনি থাকবেন । তা তিনি করেননি এমন কি তিনি রাহুল গান্ধী কিংবা তিন রাজ্যের কংগ্রেস সভাপতিদেরও শুভেচ্ছা পাঠাননি ।

Advertisement

শেয়ার করুন
  • 72
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − two =