জেলা 

কোচবিহারে আন-এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির বিক্ষোভ মিছিল, লোকসভার আগেই বৃহত্তর আন্দোলনের পথে মাদ্রাসার শিক্ষকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গ আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির কোচবিহার জেলায় আজ শতাধিক শিক্ষকের একটি মিছিল কোচবিহার শহরের রাজবাড়ি থেকে জেলাশাসকের কাছে গনডেপুটেশন জমা দেওয়ার কমসূচীতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক রুহুল মিঞা, নজরুল, বেলাল, মুকসেদুল,সইদুল সহ আরো অনেকে ।

মমতা ব্যানাজী ২০১১ সালে আন এডেড মাদ্রাসা অনুমোদন দেওয়ার কথা ঘোষনা করতেই কোচবিহার জেলায় সবথেকে বেশি সাড়া পড়েছিল। তারফলে কোচবিহারে মোট ৫৪ টি আন এডেড মাদ্রাসা অনুমোদন হয়েছিল। জেলার মানুষ বুক ভরা আশা নিয়ে মাদ্রাসার জন্যে জমি দান করেছিলেন আর শিক্ষিত বেকার ছেলেরা অনেক আশা নিয়ে শিক্ষকতা করছে। কিন্তু দুঃখের বিষয় আজ প্রায় পাঁচটা বছর হয়ে গেল অনুমোদন। এখনও পরজনতো সরকারী কোন সাহায্য দেওয়া হয় না।

Advertisement

মা মাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি গুলি বাস্তবায়িত না হওয়ার ফলে আজ কোচবিহার জেলার শতাধিক শিক্ষক একএিত হয়ে জেলাশাসকের মিছিল করে ডেপুটেশন দেওয়ার কমসূচী নিয়েছে। এই কমসূচী আগামী লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভালো ধাক্কা পড়বে বলে বিশেষঞ্জরা মনে করছেন।
পশ্চিমবঙ্গ আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির রাজ্য সম্পাদক আব্দুল ওহাব মোল্লা আমাদের প্রতিনিধিকে বলেন যে, শুধু কোচবিহার নয় সারা রাজ্যে সমস্ত জেলায় জেলাশাসককে ডেপুটেশন দেওয়ার পর আগামী লোকসভা ভোটের আগে কলকাতায় বৃহওর আন্দোলন করা হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 3 =