দেশ 

তাজমহলের মসজিদে বন্ধ হল পাঁচ ওয়াক্ত নামায, দেশজুড়ে শোরগোল

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সম্রাট শাহজাহান মমতাজ বেগমের জন্য তাজমহল স্থাপন করার পাশাপাশি মসজিদও তৈরি করেছিলেন । সেখানে মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থাও করেছিলেন । সেই পরম্পরা প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে মোদী সরকারের এক ইশারায় তা বন্ধও হয়ে গেল । প্রথমে বলা হয়েছিল শুক্রবারের নামাজে স্থানীয়রা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না । তাই শুক্রবার তাজমহলকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এএসআই । তবে অন্যান্য দিন দশর্নার্থী ইচ্ছে করলে ভেতরে নামাজ পড়তে পারতেন । রবিবার সেটাও বাতিল হয়ে গেল । বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই সিদ্ধান্ত । আর এ নিয়েই দেশজুড়ে শুরু হয়েছে শোরগোল ।

শুক্রবার বাদ দিয়ে বাকি দিনগুলিতে তাজমহলের পাশে থাকা মসজিদে নমাজ নিষিদ্ধ করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার । যদিও এএসআই-এর পক্ষ থেকে  দাবি করা হয়েছে, তারা শুধুমাত্র জুলাই মাসের সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করেছে মাত্র। জুলাই মাসে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, তাজমহলের নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ছাড়া অন্য কেউ শুক্রবারের প্রার্থনার অংশ নিতে পারবে না। এবিষয়ে স্থানীয় প্রশাসন আগেই সিদ্ধান্ত নিয়েছিল। পরে সর্বোচ্চ আদালত তার বৈধতা দেয়। সাধারণের জন্য শুক্রবার তাজমহল বন্ধ থাকে। স্থানীয় বাসিন্দারা বেলা ১২ থেকে দুপুর ২ টোর মধ্যে কোনও প্রবেশ মূল্য ছাড়াই নমাজের জন্য ভিতরে ঢুকতে পারতেন। অন্য দিনগুলিতে, যে কোনও দর্শণার্থী প্রবেশ মূল্য দিয়ে ভিতরে ঢুকে মসজিদ দেখতে পারতেন এবং নমাজে অংশ নিতে পারতেন।

Advertisement

গত রবিবার  মসজিদের ভেতরে থাকা ওজু করার বাজু ট্যাঙ্ক( জলের ট্যাঙ্ক) বন্ধ করে দেয়. এএসআই। নমাজ পড়ার আগে এই বাজু ট্যাঙ্কে ওজু করতেন । এই সিদ্ধান্তে অনেক প্রার্থনাকারীই অসন্তুষ্ট। মসজিদের ইমাম এবং সেখানকার কর্মীদের শুধুমাত্র শুক্রবার সেখানে যেতে বলা হয়েছে।

ইমাম সৈয়দ সাদিক আলির পরিবার দশকের পর দশক ধরে সেখানে প্রার্থনায় নেতৃত্ব দিতেন। এই আদেশে তিনিও অবাক বলেই জানা গিয়েছে। তাজমহল ইন্তেজামিয়া কমিটির প্রেসিডেন্ট, সৈয়দ ইব্রাহিম হুসেন জায়েদি সংবাদ মাধ্যমকে বলেছেন, বহু বছর ধরেই সেখানকার মসজিদে নমাজে অংশ নেন তাঁরা। তাই তা বন্ধ করার কোনও কারণ নেই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারইনটেন্ডিং আর্কিওলজিস্ট( আগ্রা সার্কেল) বসন্ত স্বর্ণকার বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করা হয়েছে।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten + 20 =