কলকাতা 

SSC : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী চার সপ্তাহ সিবিআই তলব করতে পারবে না নির্দেশ ডিভিশন বেঞ্চের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় আরও চার সপ্তাহের জন্য স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৩ মে পর্যন্ত এস এস সি সংক্রান্ত কোনও মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

আগামী ১৩ মে মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত এস এস সি সংক্রান্ত সমস্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের সমস্ত নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়ে দিল বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। যার অর্থ, আগামী ১৩ মে পর্যন্ত SSC সংক্রান্ত কোনও মামলায় সিবিআই কোনও পদক্ষেপ করতে পারবে না।

Advertisement

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তদন্ত কমিটি যেমন তদন্ত করেছে তেমনই তদন্ত করবে। বাগ কমিটি ইতিমধ্যেই হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দিয়েছে। বাগ কমিটির চেয়ারপার্সন তদন্তের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু আদালত জানিয়ে দিল সেই পদত্যাগপত্র গ্রহণযোগ্য নয়। বাগ কমিটিই তদন্ত করবে। অর্থাৎ এই মামলায় আপাতত সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ জারি থাকবে। এদিন মামলাকারীর আইনজীবী জানান, সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ১৭ নং কোর্টে আটকে রয়েছেন। তাঁর বক্তব্য ছাড়া আদালত নির্দেশ দিতে পারে না। কিন্তু সেই বক্তব্য উপেক্ষা করেই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে দেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ