দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৮তম জন্মদিনে টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক :  কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে যতই গর্জে উঠুন তিনি, নরেন্দ্র মোদীকে, ব্যক্তিগতভাবে আক্রমন করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সময়মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন। টুইট বার্তায় তিনি প্রধানমন্ত্রীকে লেখেন- ‘বার্থ ডে গ্রিটিংস টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি’।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। ভিডিও কনফারেন্সে বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ছিলেন। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে সৌজন্য প্রদর্শন করলেন।আগামী ২০১৯-এর ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদী বিরোধী জোট গড়ে তোলার অন্যতম হোতা মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ক্ষমতা থেকে তাঁকে হটানোর ডাক দিয়েছেন।

Advertisement

সেই মমতাই আবার প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। আসলে তিনি চান রাজনৈতিক বিরোধিতাকে রাজনীতির ময়দানে সীমাবদ্ধ রাখতে। তা ব্যক্তিগত স্তরে নামিয়ে আনতে চান না।মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, জন্মদিনটা প্রত্যেকের কাছেই স্পেশাল। তাই দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের বার্তা দিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি শুভেচ্ছা বার্তা পাঠান। টুইট করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই ইউরোপ সফরে উড়ে যান। তারপর রাতেই তিনি টুইট করেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে।


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × four =