দেশ 

গোয়ায় কী এবার কংগ্রেসের সরকার ?

শেয়ার করুন
  • 192
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গোয়ায় কী এবার কংগ্রেস সরকার ক্ষমতায় বসতে চলেছে ? কারণ কংগ্রেস গোয়ায় সরকার গঠনের দাবি করে ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়েছে ।সোমবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতৃত্ব তাঁদের দাবি জানিয়ে চিঠি দিয়ে এসেছেন।তবে এখনও রাজ্যপাল ও বিধায়কদের মধ্যে কোনও বৈঠক হয়নি।

হাত শিবিরের মোট ১৬ জন বিধায়ক রয়েছেন। ২০১৭ সালে ৪০ বিধানসভার গোয়ায় বিজেপি ১৪টি আসন পেয়েও মহারাষ্ট্র গোমন্ত্রক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি, ও নির্দল বিধায়কদের নিয়ে সরকার গঠন করে।

Advertisement

মুখ্যমন্ত্রী হন বিজেপির মনোহর পারিকর । যদিও গত কয়েক মাসে মনোহর পারিকর অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। বারবার চিকিৎসার জন্য তাঁকে দিল্লি যেতে হচ্ছে। যদিও বিজেপি গোয়া নেতৃত্ব তাঁকে এখনই বদল করতে রাজি নয়।এদিন কংগ্রেসের ১৪জন বিধায়কের সই সম্বলিত আবেদন রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন দেখার রাজ্যপাল সেই আবেদনে সাড়া দেন কিনা।


শেয়ার করুন
  • 192
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 7 =