কলকাতা 

অমিতের টার্গেট মমতা, বাংলা দখলই বিজেপির লক্ষ্য কলকাতার সভায় স্পষ্ট বার্তা অমিতের

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : শনিবার ধর্মতলায় মঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা বাংলা বিরোধী নন, তাঁরা মমতা বিরোধী। মমতা বিরুদ্ধে  আওয়াজ তুলে এদিন বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন অমিত শাহ। তিনি আওয়াজ তুললেন, যতদিন না বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করা হচ্ছে, ততদিন বিজেপির বিজয়রথ সম্পূর্ণ হবে না। বাংলা জয়ের মধ্য দিয়েই বিজেপি তার জয়যাত্রার শিখরে পৌছাবে ।

মেয়োরোডের মঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, একবার নরেন্দ্র মোদীকে সুযোগ দিন। তবেই বাংলায় দুর্নীতি দূর হবে, বাংলা এগিয়ে যাওয়ার পথ পাবে। তার কারণ বিজেপির কাছে আগে দেশ, তারপর ভোট। বিজেপি ভোটের রাজনীতি করে না, সবার আগে দেশের সুরক্ষা দেখে। সেই কারণেই এনআরসি করার মতো বুকের পাটা দেখাতে পারে।এই মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির পক্ষে আওয়াজ তুলেছিলেন সংসদে। এখন ভোটের স্বার্থে তিনি পাল্টি খেয়েছেন। রাজীব গান্ধী এনআরসি-র জন্য পদক্ষেপ নিয়েছিলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এখন এনআরসির বিরোধিতা করছেন। কিন্তু যতই বিরোধিতা করা হোক এনআরসি হবেই।

Advertisement

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 18 =