দেশ 

বিহার ও মুম্বই প্রবল বন্যায় বিপর্যস্ত ; বাতিল ট্রেন ও বিমান চলাচল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিহারের বন্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে । অনবরত বৃষ্টি হয়ে চলেছে ,আকাশ ছাড়ছে না।  বন্যায় রীতিমতো বিপর্যস্ত বিহার। বন্যার জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে বিহারে। অন্যদিকে, মহারাষ্ট্র ও  মুম্বইতে বৃষ্টির কারণে বন্যার প্রোকেপ থেকে রক্ষা পাচ্ছে না। সেখানেও প্রবল বন্যা দেখা গিয়েছে।

বিহারের সমস্তিপুর থেকে দারভাঙ্গা রুটে আপাতত বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এছাড়াও বন্যার জেরে জয়নগর পাটনা রুটে দুটি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত বিহারে এখনও পর্যন্ত প্রচণ্ড প্লাবনে ১৩ টি জেলা জলমগ্ন।

Advertisement

মায়ানগরী মুম্বইও কার্যত জলের নিচে। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই সেখানে ১১ টি বিমান বাতিল করা হয়েছে। যার ফলে দুর্যোগের মধ্যে আরও খানিকটা সমস্যা বেড়েছে সাধারণ মানুষের। এছাড়াও ৯ টি বিমানকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।শনিবারই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে মুম্বইয়ে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে। অন্যদিকে ৮২.৮৪ লাখ মানুষ বিহারের ১৩ টি জেলায় বন্যার কবলে। বিষয়টি নিয়ে নীতীশ সরকার কেন্দ্রীয় সরকারের আরও সাহায্য দাবি করেছে।

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 11 =