আন্তর্জাতিক 

ভেনিজুয়েলারে রাজনৈতিক সংকট মোচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না রাশিয়া জানালেন সেদেশের বিদেশ মন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার  রাজনৈতিক সংকট নিরসনে যেকোনো আলোচনা নিঃশর্ত এবং তাতে কোনো বিদেশির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না । তিনি শনিবার সুরিনাম প্রজাতন্ত্র সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সেদেশের সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং এতে কোনো বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না।

মস্কো ভেনিজুয়েলার সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি আমেরিকার নাম উচ্চারণ না করে বলেন, পাশ্চাত্যের উচিত কারাকাসের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পরিবর্তে দেশটিতে সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করা।

Advertisement

মার্কিন সরকার সম্প্রতি ভেনিজুয়েলার সরকার বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে দেশটির সরকারের পতন ঘটানোর ব্যাপক চেষ্টা চালিয়েছে।

গত জানুয়ারি মাসে আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো এক জনসভায় নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার এ ঘোষণার পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের জন্য দেশটির ওপর অর্থনৈতিক চাপ জোরদার করেন এবং একাধিকবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। তবে মাদুরো সরকারের সমর্থক রাশিয়া ভেনিজুয়েলায় যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে। ( সৌজন্যে পার্স টুডে)


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + 1 =