দেশ 

জেডিএস বিরোধী দলের ভূমিকা পালন করবে , ইয়েদুরাপ্পা সরকারকে সমর্থনের কোনো প্রশ্নই নেই জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কর্ণাটকে ইয়েদুরাপ্পা সরকারকে সমর্থন করার কোনো যুক্তি নেই বলে জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী । ইয়েদুরাপ্পা শপথ নেওয়ার পর থেকেই রাজ্য জুড়ে জল্পনা তৈরি হয় বিজেপি সরকারকে সমর্থন দিতে চলেছে জেডিএস । কিন্তু সেই জল্পনা অঙ্কুরেই বিনাশ করলেন কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, ইয়েদুরাপ্পা সরকারকে সমর্থনের কোনও প্রশ্নই নেই। জেডিএসের একাংশ বিজেপিকে বাইরে থেকে সমর্থন করছে, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে ফের ক্ষমতায় ফিরব। মানুষের প্রতি আমাদের ভরসা আছে। তাঁরা আমাদেরকেই সমর্থনের হাত বাড়িয়ে দেবে। বিজেপি যে নীতিহীনভাবে সরকার ফেলেছে, তা দেখেছে কর্ণাটকবাসী। সময় এলেই মানুষ তার যোগ্য জবাব দেবে।

Advertisement

কর্ণাটকে ১৪ মাস আগে কংগ্রেস-জেডিএস জোটের সরকার গঠন হলেও দুই দলের সম্পর্ক অম্ল-মধুর ছিল। কংগ্রেসের একাংশ কুমারস্বামী সরকার ফেলতে কলকাঠি নেড়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। তাই জেডিএস বাইরে থেকে ইয়েদুরাপ্পা সরকারকে সমর্থন করতে পারে বলে জল্পনা বেড়েছে। যদিও সেই সম্ভাবনা একেবারেউই উড়িয়ে দিয়েছেন কুমারস্বামী।

তবে তিনি বলেন, জেডিএস কর্ণাটকে বিরোধী দলের ভূমিকাই পালন করবে। যা জনবিরোধী পরিকল্পনা তার বিরোধিতা করব। আর ইয়েদুরাপ্পা সরকার যদি জনমুখী কোনও পরিকল্পনা নেন, তখন তার দিকে সমর্থনের হাত সবার আগে বাড়িয়ে দেবে জেডিএস। দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে শনিবার। বিরোধী হিসেবে ইচিবাচক ভূমিকা পালন করাই আমাদের লক্ষ্য।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + fourteen =