কলকাতা 

ভাটপাড়ায় মদনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী পবন ; বাকী ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বাংলার জনরব অনেক আগেই জানিয়েছিল তৃণমূল প্রার্থী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন সিংহের পুত্র পবন সিং । জনরবের আগাম খবরে সিলমোহর দিল বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব ।এদিন বিজেপির তরফে ছয় আসনের জন্য তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ভাটপাড়া থেকে প্রার্থী হচ্ছেন, অর্জুন সিং-এর ছেলে পবন কুমার সিং।

এদিন বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে ভাটপাড়া থেকে প্রার্থী করা হয়েছে অর্জুন সিং-এর ছেলে পবন কুমার সিংকে। এছাড়াও, দার্জিলিং আসনে প্রার্থী করা হয়েছে, নিরজ তামাং জিম্বাকে। ইসলামপুর আসনে প্রার্থী হয়েছেন সৌম্যরূপ মণ্ডল। হবিবপুর থেকে প্রার্থী করা হয়েছে জুয়েল মুর্মুকে। কান্দি থেকে প্রার্থী করা হয়েছে সনৎ মণ্ডলকে। মুর্শিদাবাদেরই নওদা আসন থেকে প্রার্থী করা হয়েছে অনুপম মণ্ডলকে।

Advertisement

মুর্শিদাবাদের কান্দি ও নওদা আসনের ভোট ২০ মে। এই দুটি আসন বাদ দিয়ে বাকি চার আসনের উপনির্বাচন হবে ১৯ মে। ছটি কেন্দ্রের বিধায়করা দলবদল করে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ফলে তাদের বিধানসভা কেন্দ্রগুলি থেকে ইস্তফা দিতে হয়েছে। এর আগে রাজ্যে খালি পড়ে থাকা ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। জানানো হয়, এই ছটি আসনে নির্বাচনের হবে ১৯ মে। ফল ঘোষণা ২৩ মে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + four =