জেলা 

“সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে আজ রবিবার এক নির্বাচনী জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরু থেকেই তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদিকে নিশানা করেন। তিনি বলেন টাকা ছড়িয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। লাভপুরের এই সভা থেকে প্রথমেই তিনি অনুব্রত মণ্ডলের কথা বলেন, বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন এরা সাজিয়ে গুছিয়ে মিথ্যা মামলা করে অনুব্রত মণ্ডলকে জেলে পুরে রেখেছে।

এরপরেই স্বাভাবিকভাবেই সন্দেশখালির ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আজ আবার তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি বলেন নরেন্দ্র মোদির সন্দেশখালির জন্য কত কেঁদেছেন। আর আজ প্রমান হয়ে গেল ওটা সাজানো নাটক ছিল টাকা দিয়ে করানো হয়েছিল। মমতা এ দিন বলেন, ‘‘সন্দেশখালির কথা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন। কিন্তু ঘটনাটা কী ভাবে সাজিয়েছিল, এক বারও কেউ বুঝতে পেরেছিলেন? সন্দেশখালি কী ভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে, তা ফিরে পাওয়া যায় না।’’

Advertisement

তিনি আরো বলেন, ‘‘রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছেন। কিন্তু তিন বছর ধরে একশো দিনের টাকা কেন দেননি? বার বার কেন্দ্রীয় টিম পাঠাচ্ছেন। আমি বলেছিলাম বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের আর বাংলার রিপোর্ট কার্ড প্রকাশ্যে আনতে। কিন্তু আপনারা জানতেন এখানে কিছু হয়নি।’’

বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘‘মোদীর দল, ক্ষমতা থাকলে আমার আর অভিষেকের নাম নিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা।’’বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি কয়লা মাফিয়া। ওদের মন্ত্রীরা টাকা খান। গরু আমাদের বিষয় নয়, ওটা বিএসএফ দেখে।’’

মমতা বলেন, ‘‘মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিয়ো বানাতে বানাতে বিজেপি স্পর্ধা বেড়ে গিয়েছে। সন্দেশখালির কালি ঢাকতে, এখন তৃণমূলের ঘরে কালি ঢালার চেষ্টা করছে।’’

বীরভূমের সভা থেকে আবারও নির্বাচন কমিশনকে নিশানা মমতার। তিনি বলেন, ‘‘বিজেপি বলছে এই ওসিটাকে চেঞ্জ করতে, করে দিচ্ছে। ডিআইজি পাল্টে দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে যা করতে বলছে, তাই করছে। এটা নির্বাচন কমিশন? তিন জনই বিজেপির কোলের সন্তান।’’

অমর্ত্য সেন প্রসঙ্গে মমতা বলেন, ‘‘অমর্ত্য সেনকে জমিহারা করে দিতে চেয়েছিল। সে দিন আমরা সবাই রুখে দাঁড়িয়ে ছিলাম। বিশ্বভারতীর ভিসি কী করেছিলেন সে দিন? বীরভূমের বদনাম করে দিয়েছিলেন।’’

অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘কেষ্ট কে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপিকে মদত করে দাও, তোমায় ছেড়ে দেব। দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে।’’

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ