দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সংবিধান ও দেশের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য রক্ষার স্বার্থে বিজেপি ও তার জোট সঙ্গীদের ভোট না দেওয়ার আবেদন দেশের ৬০০ জন বিশিষ্ট শিল্পীর

শেয়ার করুন
  • 697
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের মুখে আবার এক বড় ধাক্কা খেল বিজেপি । এবার দেশের ৬০০ জন শিল্পী একযোগে নির্বাচক মন্ডলীর কাছে আবেদন করেছেন বিজেপি এবং তার সঙ্গীদের ভোট না দেওয়ার জন্য । তাঁরা শুক্রবার এক বিবৃতি জারি করে বলেছেন , সাম্য-সামাজিক ন্যায় বিচারকে জারি রাখতে হলে অবশ্যই পরাস্ত করতে হবে বর্বরতাকে ।

প্রখ্যাত চিত্রাভিনেতা নাসিরউদ্দিন এবং কঙ্কনা সেনশর্মার মত অভিনেত্রীরা এই আবেদনে স্বাক্ষর করেছেন । তাদের আবেদনে বলা হয়েছে , দেশ স্বাধীন হওয়ার পর এই নির্বাচন আমাদের কাছে সবচেয়ে সংকটের মধ্যে দিয়ে হচ্ছে । আমাদের দেশের সংবিধান হুমকির মধ্যে রয়েছে , আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা সংকটের মধ্যে রয়েছে । এথেকে দেশকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে বিজেপি এবং সঙ্গীদের পরাস্ত করতে হবে ।

Advertisement

দেশের সংবিধানের মূল্যবোধকে রক্ষা করার স্বার্থেই ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার স্বার্থে নির্বাচকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে । আবেদনে বলা হয়েছে , আজ ভারতীয় আদর্শ হুমকির মুখে , ভারতের সঙ্গীত , নাচ , সংস্কৃতি ও হাসি-খুশি হুমকির মুখে । আজ আমাদের দেশের সংবিধানও হুমকির মুখে , যুক্তি বির্তক ,মতামতকে রক্ষা করতে হবে বলে দেশের বিশিষ্ট শিল্পীরা অনুরোধ করেছেন ।

এদিনের বিবৃতিতে বিশিষ্টদের মধ্যে স্বাক্ষর করেছেন , নাসিরউদ্দিন শাহ , কঙ্গনা সেনশর্মা ,অমল পালেকর, ওস্তাদ দেবু, আর্সহিয়া সাত্তার ,দানিশ হোসেন , মালিকা তানেজা প্রমুখ ।


শেয়ার করুন
  • 697
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − seven =