জেলা 

রায়গঞ্জে প্রচারে আসছেন রাহুল গান্ধী ১০ এপ্রিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গে সিপিএমের জেতা আসনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আসছেন রাহুল গান্ধী। আগামী ১০ এপ্রিল রায়গঞ্জে সভা করবেন কংগ্রেস সভাপতি। ওই দিনেই আবার চোপড়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ৯ এপ্রিল রায়গঞ্জে সভা তৃণমূল নেত্রীর।

রায়গঞ্জ আসনটি নিয়ে রাজ্যে বাম-কংগ্রেসের জোটের মতানৈক্যের সূত্রপাত। ওই আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন কংগ্রেস। কিন্তু তাতে রাজি হয়নি সিপিএম। গতবারের জেতা প্রার্থী মহম্মদ সেলিমকে ওই কেন্দ্রে ফের টিকিট দিয়েছে আলিমুদ্দিন। তখনই জোট ভেস্তে যেতে বসেছিল। কিন্তু, সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধীর মধ্যস্থতায় সে যাত্রায় রক্ষা পেলেও পরে আর জোট দানা বাঁধেনি। রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন দীপা দাশমুন্সি। তাঁর হয়েই প্রচারে আসছেন রাহুল।

Advertisement

এর আগে উত্তরবঙ্গে মালদহ আসনে প্রচারে এসেছিলেন রাহুল গান্ধী। সভামঞ্চ থেকে সিপিএম-কংগ্রেস ও তৃণমূলকে নিশানা করেন কংগ্রেস সভাপতি। রায়গঞ্জেও নিশ্চিতভাবে সিপিএমকে ছেড়ে কথা বলবেন না রাহুল। বলে রাখি, ওয়াইনাডে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের পর কংগ্রেস সভাপতি বলেছিলেন, বামেদের বিরুদ্ধে একটাও কথা বলবেন না।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 3 =