কলকাতা 

সুপ্রিম কোর্টে নৈতিক জয় হয়েছে রাজ্যের , ধর্না প্রত্যাহার ;সংবিধান রক্ষার দাবিতে এবার দিল্লিতে ধর্নায় বসবেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের রায়ে নৈতিক জয় হয়েছে বলে দাবি করে মেট্রো চ্যানেল থেকে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে ধরনা দেবেন ।  মুখ্যমন্ত্রী এদিন বলেন , বিরোধীদের পক্ষ থেকে  ধরনা প্রত্যাহারের অনুরোধ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর ধরনা তোলার সময় পাশে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

মুখ্যমন্ত্রী জানান, সংবিধানকে রক্ষা করতেই এই ধরনা দিয়েছিলেন। তাঁর দাবি, আদালত তাঁদের পক্ষেই রায় দিয়েছে। রাজীব কুমার তাঁর ধরনা মঞ্চে যাননি বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যসচিবকে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি প্রসঙ্গে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুখ্যমন্ত্রীর অভিযোগ দেশে গণতন্ত্র নেই। একনায়কতন্ত্র চলছে। মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে গুজরাতে চলে যান। ধরনা প্রত্যাহারের পর বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনদিনের মাথায় ধরনা প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার শুরু রবিবার বিকেলে। প্রথমে রাজীব কুমারের সরকারি বাসভবনের সামনে সামনে যাওয়া সিবিআই আধিকারিকদের ধরে নিয়ে যাওয়া হয় শেক্সপিয়র সরণি থানায়। মুখ্যমন্ত্রী ছুটে যান রাজীব কুমারের বাড়ি। সেখানেই ডিজি,  মেয়রকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী চলে যান মেট্রো চ্যানেলে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 + nine =