জেলা 

সারদার লাল ডায়েরি কোথায় ? উত্তরে কী বললেন সারদা কর্তা ; জানতে চান ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সারদা চিটফান্ড কাণ্ডে লাল ডায়েরি, পেন ড্রাইভ, ল্যাপটপ কোথায় ? এ প্রশ্ন নিয়ে দেশের রাজনীতি যখন উত্তাল ঠিক তখনই মুখ খুললেন সারদা কর্তা । এদিন বারাসত আদালতে  এই প্রশ্নের উত্তরে, সারদা কর্তা সুদীপ্ত সেন বলেন, কোনও লাল ডায়েরি ছিল না তার কাছে।সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরে সিট গঠন করেছিল রাজ্য সরকার। তৎকালীন বিধাননগর কমিশনারেটের সিপি রাজীব কুমারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছিল। সেই সিট মিডল্যান্ড পার্কে সারদার হেড অফিস-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরবর্তী সময়ে লাল ডায়েরি, পেন ড্রাইভ, ল্যাপটপের কথা সামনে এসেছিল।

পরে সারদা তদন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে যায় সিবিআই-এর হাতে। এরপর থেকে সিবিআই অভিযোগ করে সিট তদন্তে সাহায্য করছে না। তদন্তে পাওয়া অনেক জিনিসই তাদের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সিবিআই।

Advertisement

বিষয়টি আবার নতুন মাত্রা পায় গত রবিবার। নগরপালের বাড়ির সামনে থেকে সিবিআই আধিকারিকদের তুলে নিয়ে যাওয়ার পর থেকে বিতর্ক চরমে ওঠে।

মঙ্গলবার বারাসত আদালতে হাজিরা দেন সারদা চিটফান্ড তদন্তে অভিযুক্ত সুদীপ্ত সেন। তাঁকে লাল ডায়েরি, পেন ড্রাইভ, ল্যাপটপ নিয়ে প্রশ্ন করা হলে  প্রথমে কিছু বলতে না চাইলেও, সুদীপ্ত সেন জানান, তার কাছে কোনও লাল ডায়েরি ছিল না। ছিল না পেন ড্রাইভ, ল্যাপটপও।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 4 =