কলকাতা 

রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল ভোট অন অ্যাকাউন্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আজ রাজ্য বিধানসভায় স্বল্পকালীন বাজেট অধিবেশনের শেষ দিনে আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থ বছরের প্রথম চার মাসের জন্যে ব্যয় মঞ্জুরী প্রস্তাব ভোট অন অ্যাকাউন্ট বিলের মাধ্যমে পাশ হয়েছে। এই সংক্রান্ত দি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিলের উপরে জবাবী ভাষনে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, আগামী অর্থ বছরের জন্যে গতকাল যে মোট ৫৩ হাজার ৯৫৩ কোটি ৯১ লক্ষ ২০ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে নির্বাচনের জন্যে তার মধ্যে আগামী পয়লা এপ্রিল থেকে চার মাসে বিভিন্ন দপ্তরে পরিকল্পনা ও পরিকল্পনা বহির্ভূত খাতে যে  অর্থ খরচ করা হবে এই বিলের মাধ্যমে তার অনুমোদন দেওয়া হল।

বিলের উপরে আলোচনার শুরুতে সিপিএমের আমজাদ হোসেন বলেন, বাজেট পাশ করার পরে বছর শেষে বাজেটের যে পরিমান অর্থ খরচ করা যায় না সেটিকেও হিসাবের মধ্যে আনতে হবে। স্বচ্ছতার সঙ্গে সঠিক ভাবে নির্দিষ্ট সময়ে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে হবে বলে তিনি দাবি করেন। এদিন বিলের উপরে আলোচনায় অন্যান্যদের মধ্যে তৃনমূল কংগ্রেসের জ্যোতির্ময় কর, কংগ্রেসের মনোজ চক্রবর্তী অংশ নেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven − four =