কলকাতা 

মোদী বিরোধী জোটের নেত্রী একমাত্র মমতাই ; মোদীর গুজরাটে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে , মমতার ধর্না মঞ্চে এসে বললেন চন্দ্রবাবু নাইডু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  দেশে মোদী বিরোধী দলের প্রধান নেত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ মমতার ধরনা মঞ্চে এসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিলেন, মমতাই বিরোধী ঐক্যের কারিগর। তিনিই বিরোধী জোটের চালিকা শক্তি। উল্লেখ্য, এর আগে ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চেও বিরোধী জোটের মুখ হয়ে উঠেছিলেন মমতা। গত ১৯ জানুয়ারি ব্রিগেডের মঞ্চে ২৩টি রাজনৈতিক দলের নেতারা সমবেত হয়েছিলেন। মোদী হঠাওয়ের ডাক দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই করেছিলেন বিরোধী জোটের মধ্যমণি। শপথ নিয়েছিলেন ইউনাইটেড ইন্ডিয়ার এই মঞ্চ গড়ে তুলতে হবে সমস্ত রাজ্যেই।সেইমতো ঠিক হয় অমরাবতীতে ইউনাইটেড হবে বিরোধী জোট। তার আগেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা ফের এক করে দিল বিরোধীদের।

মাত্র দু-সপ্তাহের মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি এক হল কলকাতার ধরনা মঞ্চে। সোমবার এসেছিলেন ডিএমকের কানিমোঝি, আরজেডির তেজস্বী যাদব। মঙ্গলবার এলেন চন্দ্রবাবু।এদিন চন্দ্রবাবু বলেন, মমতা হলেন বিরোধী ঐক্যের কারিগর। তিনিই নির্ণায়ক শক্তি। বিরোধীরা এখন থেকে একসঙ্গে লড়বে। সব সিদ্ধান্ত একসঙ্গে নেবে।

Advertisement

চন্দ্রবাবু কটাক্ষ করে বলেন, সবাই দুর্নীতিগ্রস্থ, আর শুধু ভালো মোদী-শাহ? আর মাসখানেক বাদেই লোকসভা নির্বাচন।

লোকসভা নির্বাচনেই সমস্ত জবাব পেয়ে যাবেন মোদী-শাহরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সুরে সুর মিলিয়ে বললেন, এবার মোদীবাবুর গুজরাটে ফিরে যাওয়ার সময় এসেছে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 5 =