দেশ 

রাহুলের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্যের সাধারণ মানুষের জন্য ন্যুনতম আয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল রাজস্থানের কংগ্রেস সরকার

শেয়ার করুন
  • 56
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গতকালই বলেছিলেন‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় আসলে ভারতের প্রত্যেক গরিবের ন্যূনতম আয় নিশ্চিত করা হবে। প্রতিটি রাজ্যে গরিবদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করা হবে। কেউ আর গরিব ও অভুক্ত থাকবে না৷”! তাঁর এই ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এই সিদ্ধান্তকে কার্যকর করতে উদ্যোগ নিল রাজস্থান সরকার। দেশের মধ্যে রাজস্থানই প্রথম কোনও রাজ্য গরীব মানুষের জন্যে নুন্যতম আয়ের ব্যবস্থা চালু করছে।

রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সেখানকার মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, রাহুল গান্ধী গরীব মানুষের জন্যে যে সিদ্ধান্ত নিয়েছেন তা ঐতিহাসিক। লোকসভা ভোটের আগেই রাজস্থান সরকার গরীব মানুষের ন্যুনতম আয়ের ব্যবস্থা করতে চলেছে । খুব দ্রুত এই বিষয়ে প্রকল্পের ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রসঙ্গত, গরিবি হঠাওয়ের ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধী৷ আর নাতি রাহুল দিলেন গরিবদের ন্যূনতম রোজকারের প্রতিশ্রুতি৷

টুইটে রাহুল গান্ধী লিখেছেন , কোটি কোটি ভাই-বোনদের অভুক্ত রেখে নতুন ভারত গঠন করা যাবে না । ২০২২ সালের মধ্যে সকল ভারতবাসীকে উন্নয়নে সামিল করার উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্ত ২০১৯এ ক্ষমতায় এলে দেশবাসীর সকল সাধারন মানুষের ন্যুনতম আয়ের ঘোষণা করা হবে এই প্রতিশ্রুতি দিয়ে মাষ্টারস্ট্রোক দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছেন। একই সঙ্গে রাজস্থান সরকার লোকসভা নির্বাচনের আগে সেই রাজ্যের সাধারন মানুষের জন্য ন্যুনতম আয় ঘোষণা করার কথা জানিয়ে দিয়ে দেশবাসীর কাছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল ।


শেয়ার করুন
  • 56
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − three =