জেলা 

অমিত শাহের জনসভার পরেই অগ্নিগর্ভ কাঁথি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অমিত শাহের জনসভা শেষ হওয়ায় পরই ভাঙচুর চলল দলীয় সমর্থকদের বাসে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সভায় আসা জেলার বিভিন্ন প্রান্তের গাড়িগুলি ১১৬ বি জাতীয় সড়কের পাশে রাখাছিল। সভা চলাকালীন সভায় আসা ৫০/৬০ টি বাস ট্রেকার ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।স্থানীয় তৃণমূলের মদতে এই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

Advertisement

মুকুল রায় জানিয়েছেন, গনতান্ত্রিক ভাবে শাসকদলের আশ্রিত দুষ্কৃতিরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী এই অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় অশান্তি সৃষ্টি করা জন্য নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে।সভার শেষে দেখা যায় অনেকগুলি বাস ভাঙা হয়েছে। বেশির ভাগ বাসই কলকাতা থেকে কাঁথিতে গিয়েছিল বলে জানা গিয়েছে।

এই ঘটনা নজরে আসার পর পাল্টা হামলার অভিযোগ জানিয়েছে তৃণমূল। এলাকার তৃণমূলে পার্টি অফিসে বিজেপি সমর্থকরা ভাঙচুর চালায় বলেও অভিযোগ। কয়েকটি বাইক আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।এইসব ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ। বাসগুলি বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকায়, যানবাহন চলাচল করতে পারছে না।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 3 =