জেলা 

মৌসম তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন একই সঙ্গে বরকত সাহেবকে অপমান করেছেন : ইশা খান

শেয়ার করুন
  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মালদার কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার রাজ্য জুড়ে কংগ্রেস নেতাদের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে । প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি তো বলেই দিয়েছেন ধান্দাবাজী করার জন্য দল ছেড়েছেন । আজই মুখ খুলেছেন গণি পরিবারের সন্তান ইশা খান ।  তিনি বলেন, “তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মৌসম মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শুধু তাই নয়, উনি প্রয়াত বরকত গণি খান চৌধুরিকেও অসম্মান করেছেন। তাঁকে অপমান করেছেন। বরকত গণি খান মানুষের অধিকারের জন্য লড়াই করতেন। তাঁরাও বরকত সাহেবকে অনুসরণ করে তাঁর দেখানো পথেই মানুষের অধিকারের জন্য লড়াই করেন।”

এদিন ইশা খান তৃণমূল নেত্রীকেও কটাক্ষ করে বলেন ,মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি নিয়েছেন, আমার মনে হচ্ছে বেঙ্গলে তা ফ্লপ হচ্ছে। তাছাড়া উনি সংবিধানও মানছেন না। অন্য দল ভাঙিয়ে বিধায়ক কিংবা অন্য জনপ্রতিনিধিদের নিজের দলে টানছেন তাঁরা। কিন্তু সংবিধান মেনে ৬ মাসের মধ্যে তাঁদের ভোটে জিতিয়ে আনতে পারছেন না। ধর্মনিরপেক্ষ জোটের কথা বলছেন উনি৷। কিন্তু ইউপিএ ছাড়া এখন দেশে ধর্মনিরপেক্ষ জোট রয়েছে কি? তৃণমূল বার বার বলছে, তারা পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় প্রচুর আসনে জয় পেয়েছে। জেলার সব জায়গায় তৃণমূল। তাহলে নিজেদের দল থেকে তারা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জন্য একজন প্রার্থীও খুঁজে পেল না!”

Advertisement

শেয়ার করুন
  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + eight =