কলকাতা 

অধীর চৌধুরির নেতৃত্বে মুর্শিদাবাদ তৃণমূল শূন্য হবে দাবি করলেন কংগ্রেস নেতা সরদার আমজাদ আলী

শেয়ার করুন
  • 112
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : মুর্শিদাবাদ জেলায় এখন প্রতিদিনই শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগ দেওয়া অব্যাহত । অধীর চৌধুরির হারিয়ে যাওয়া গৌরব আবার মুর্শিদাবাদের মাটিতে তিনি ফিরিয়ে আনতে পেরেছেন । বহরমপুরে কংগ্রেসের জেলা পার্টি অফিস এখন রমরম করছে । সবটাই অধীর ম্যাজিকেই সম্ভব হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে ।

এ বিষয়ে প্রাক্তন সাংসদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ঘনিষ্ট বলে পরিচিত কংগ্রেস নেতা সরদার আমজাদ আলী বাংলার জনরবকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অকপটেই কবুল করেছেন অধীর চৌধুরির সাংগঠনিক দক্ষতাকে । তিনি বলেছেন , প্রথমত  মুর্শিদাবাদে শাসক তৃণমূল কংগ্রেস পুলিশ লেলিয়ে দিয়ে যেভাবে জনপ্রতিনিধি ও কংগ্রেস সমর্থকদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছিল তার প্রতিক্রিয়া যে হবে এটা সঙ্গত । কিন্ত এভাবে হবে এবং এত তাড়াতাড়ি তা ভাবা যায়নি । তিনি স্পষ্ট ভাষায় বলেন , এর নেপথ্যে রয়েছে অধীর চৌধুরির নিজস্ব ক্যারিসিমা ।

Advertisement

সরদার আমজাদ আলী বলেন , আমার প্রত্যাশা অধীর চৌধুরির নেতৃত্বে সমগ্র মুর্শিদাবাদে আগামী লোকসভা নির্বাচনে ভাল ফল করবে কংগ্রেস । তিনি অধীরকে অভিনন্দন জানিয়ে বলেন , শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোকাবিলা করে তিনি যেভাবে কংগ্রেসের সংগঠনকে মজবুত করছেন তাতে তাঁকে অভিনন্দন জানাতেই হয় । তিনি বলেন , আগামী কয়েক মাসের মধ্যেই দেখবেন সমগ্র মুর্শিদাবাদে কংগ্রেসের পতাকা উড়ছে । আর মুর্শিদাবাদে যেভাবে শাসক দলের ঘর তাসের ঘরে মত ভেঙে গেল আগামী দিনে অন্য জেলাগুলিতেও একইভাবে তৃণমূলের ঘর ভাঙবে । প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের নেতৃত্বে সাংগঠনিকভাবে রাজ্য কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে সরদার আমজাদ আলী জানান ।


শেয়ার করুন
  • 112
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 2 =