কলকাতা 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গড়িয়াহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হকারদের পুর্নবাসনের ব্যবস্থা করবে কলকাতা পুরসভা জানালেন মেয়র ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গড়িয়াহাট মোড়ে দুটি নামকরা বস্ত্র বিপনীতে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্থ হকারদের পুনরায় ব্যবসা শুরু করার জন্য কলকাতা পুরসভা বিশেষ চাকা লাগানো স্টল তৈরি করে দেবে। পুরভবনে আজ মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন,মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভা ক্ষতিগ্রস্থ হকারদের চাকা লাগানো স্টল তৈরি করে দেওয়ার পাশাপাশি, ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে।

আগামী একমাসের মধ্যেই ক্ষতিগ্রস্থ হকারদের এই স্টল তুলে দেওয়া হবে। তবে অগ্নিসুরক্ষার কারণে পুরসভা নির্দেশ দিলেই হকারদের অন্যত্র স্থানান্তরিত হতে হবে। হকাররা স্টলে মালপত্র ঢেকে রাখতে বড় কালো প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না। এর পাশাপাশি ব্যবসায়ীদেরও তিনি দোকানের সামনে হোর্ডিং এর সংখ্যা কমানোর আবেদন জানান।

Advertisement

ফিরহাদ হাকিম বলেন, আগামীকাল শহরের সব হকার ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে তিনি বৈঠক করবেন। সেই বৈঠকে কোনো হকার যাতে কালো প্লাস্টিক ব্যবহার না করেন, খাবারের ব্যবসা করা কোনো হকার যেন স্টলে স্টোভ না জ্বালান তা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হবে।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − one =