বাংলা আকাদেমি সভাঘরে উ.ক. বাংলা ভাষা চর্চা কেন্দ্রের অনুষ্ঠান
সংবাদদাতা, বাংলার জনরব: গত ১৪ জুলাই ২০২৫ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে অনুষ্ঠিত হলো উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের ভাষা সাহিত্যের এক প্রাঞ্জল অনুষ্ঠান। আলোচনা, গান, কবিতা, গুণীজন সংবর্ধনায় সমৃদ্ধ ছিল এদিনের অনুষ্ঠান। ইদানীং নাট্যগোষ্ঠীর সঙ্গীত শাখার শিল্পীদের পরিবেশিত জয়ন্ত রসিক রচিত সুরারোপিত উদ্বোধনী সংগীত দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে সংস্থার যুগ্ম সম্পাদক সেখ আব্দুল মান্নান এর স্বাগত ভাষণের পর শুরু হয় বাংলা ভাষা বিষয়ক আলোচনা সভা।
উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের সভাপতি জয়ন্ত রসিকের পৌরোহিত্যে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ‘আশা’ সংস্থার সম্পাদক মানিক্য নারায়ণ রায়, দৈনিক ‘সবার খবর’ পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, বিশিষ্ট ভাষা গবেষক বদরুদ্দোজা হারুন, সাহিত্যিক সাংবাদিক সাহাদাত আলি সেখ এবং বিশিষ্ট কবি বিপুল কৃষ্ণ দাস। মঞ্চাসীন অতিথি বর্গের বাংলা ভাষা সাহিত্য বিষয়ক প্রাঞ্জল তথ্যপূর্ণ বক্তব্য উপস্থিত দর্শক শ্রোতাদের ঋদ্ধ করে দেয়।

বিশিষ্ট সাহিত্যিক সবিতা বেগম, সংস্থার যুগ্ম সম্পাদক কবি মানিক দে ও কথাশিল্পী সেখ আব্দুল মান্নান এর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ে আলোচনার পাশাপাশি গান, কবিতার সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল অত্যন্ত রুচিসম্মত। স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন পার্থ ঘোষ, শিব সৌম্য বিশ্বাস, সুভাষ চন্দ্র ঘোষ, মেঘনাদ লস্কর, আরতি দে, বেবী দাস, বিমলেন্দু চক্রবর্তী, পার্থ সারথি সরকার, সুজাউদ্দিন মন্ডল, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রা ব্যানার্জী, চন্দ্রানী কর্মকার, তনিমা মুখার্জি, সুনীতি বিকাশ চৌধুরী, সাকিলা বেগম, সুদীপা সাহা, মঞ্জুলিকা মুন্সী, মঙ্গল বন্দ্যোপাধ্যায়, রানু ভট্টাচার্য,অশোকা নন্দ দে, আব্দুল করিম, পাপিয়া গুপ্ত সমাদ্দার, স্নিগ্ধা সাহা, লিলিমা দাস প্রমুখ। এদিন একক সংগীতে শ্রোতাদের মুগ্ধ করে দেন রূপ চক্রবর্তী, বিপুল কৃষ্ণ দাস ও শ্যামল বিশ্বাস। অনুষ্ঠানে ব্যতিক্রমী এক অণুগল্প পাঠ করে শোনান সুপরিচিত সাহিত্যিক সিরাজুল ইসলাম ঢালী।
বাংলা ভাষার প্রচার প্রসার যেহেতু উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের মূল লক্ষ্য। তাই সংস্থার তরফে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রতি বছরের মতো এদিনও কয়েকজন গুণীকে সংবর্ধিত করা হয়। যাদের মধ্যে ভাষা স্মারক সম্মানে সম্মানিত হন কবি আলমগীর রাহমান, কবি কৃষ্ণা গুহ, কবি জাহানারা রহমান, ঝুমা সরকার এবং কৃতি ছাত্র সম্মাননায় সম্মানিত হন ফিরদৌস আহমেদ। এদিন ‘চোখ’ পত্রিকার তরফে ‘যোগমায়া দে স্মৃতি পুরস্কার’ এবং ‘হেমন্ত মুখোপাধ্যায় স্মারক সম্মান’ এ প্রদান করা হয় ক্রমে কবি ডা. লহরি বড়াল চক্রবর্তী ও বিশিষ্ট সাহিত্যিক শান্তিদেব ভট্টাচার্য্য কে।
এদিন অনুষ্ঠানে উল্লেখ্য দিক ছিল সম্প্রতি প্রকাশিত ‘পূর্ণাঙ্গ লেখক অভিধান’ প্রদান। বিশিষ্ট সাহিত্যিক সিরাজুল ইসলাম ঢালী এবং গুয়াহাটি অসমের বিশিষ্ট কবি বিমলেন্দু চক্রবর্তীর হাতে অভিধান গ্রন্থ তুলে দেন নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক।
_____________________________________