জেলা 

মোদীর স্বপ্নের ‘আয়ুস্মান ভারত প্রকল্পে‘ অর্থ বরাদ্দ করবে না রাজ্য জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নের প্রকল্প‘ আয়ুষ্মান ভারত ‘থেকে একপ্রকার নাম  প্রত্যাহার করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন , তাঁর সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের ৪০ শতাংশ টাকা দেবে না। কেন্দ্রকে পুরো টাকা দিতে হবে ,না দিলে এই প্রকল্পে রাজ্য অংশগ্রহণ করবে না।

জাতীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত গতবছরের শেষে চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সারা দেশের ১০ কোটি গরিব পরিবারকে স্বাস্থ্য বীমার সুযোগ করে দিতে এই প্রকল্প করা হয়েছে। যার ফলে প্রায় ৫০ কোটি মানুষ উপকৃত হবেন। বছরে ৫ লক্ষ টাকার বীমা পরিবার পিছু বিনামূল্যে দেওয়া হবে। এই প্রকল্পের শর্তে বলা হয়েছে , কেন্দ্র এর জন্য ৬০% টাকা দেবে আর রাজ্য দেবে ৪০ % টাকা । এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি । তিনি দাবি করেছেন প্রকল্পের পুরো অর্থ কেন্দ্রকেই দিতে হবে । না হলে এই প্রকল্পে রাজ্য যোগ দেবে না ।

Advertisement

বৃহস্পতিবার নদিয়া জেলা প্রশাসনিক সভা  থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে রাজ্য সরকারের চালু করা আরোগ্যশ্রী আরও ভালো প্রকল্প বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 4 =