দেশ 

হিন্দি ভাষা অষ্টম শ্রেণি পর্যন্ত সব রাজ্যে বাধ্যতামূলক করা হচ্ছে এখবরকে ‘ ক্ষতিকর ও বিভ্রান্তিমূলক‘ বলে দাবি করলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হিন্দি ভাষা নাকি দেশের সব রাজ্যের স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াতে হবে বলে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে । এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে সমগ্র দেশজুড়ে আলোড়ন পড়ে যায় । এরপরেই আসরে নামেন খোদ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর । তিনি এই খবর ভূয়ো অভিহিত করেছেন ।

উল্লেখ্য ,এক সর্বভারতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলে হয়েছে কেন্দ্রীয় সরকারে নিউ এডুকেশন পলিসি কমিটি অষ্টম শ্রেনী পর্যন্ত সারা দেশে হিন্দি ভাষা শিক্ষা বাধ্য়তামূলক করার সুপারিশ করেছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর অবশ্য এই প্রতিবেদনকে ‘ক্ষতিকর ও বিভ্রান্তিমূলক’ বলে উড়িয়ে দিয়েছেন।

Advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বাধীন ৯ সদস্য়ের নিউ এডুকেশন পলিসি কমিটি ভারতের পাঠক্রমকে ‘ভারত-কেন্দ্রিক’ এবং” ‘বিজ্ঞানভিত্তিক’ করে তুলতে চেয়েছেন। এর জন্য গত ৩১ ডিসেম্বর তারিখে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে তাঁরা একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছেন। সেই প্রস্তাবে দেশ-ব্যাপী বিজ্ঞান শাখায় এক পাঠক্রম চালু করার পাশাপাশি অষ্টম শ্রেনী পর্যন্ত হিন্দি ভাষা-শিক্ষা বাধ্য়তামূলক করার সুপারিশ করেছে কমিটি।  বৃহস্পতিবার (১০ জানুয়ারি) কিন্তু প্রকাশ জাভড়েকর এই প্রতিবেদনকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই রিপোর্টের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নয়া শিক্ষা নীতির কমিটি কোনও ভাষাকেই বাধ্যতামূলক করার কোনও প্রস্তাব দেননি।

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × five =