মা উড়ালপুলে দুর্ঘটনা! অ্যাপ বাইক থেকে পড়ে গেল সওয়ারি তরুণী!
বিশেষ প্রতিনিধি : সপ্তাহের প্রথম দিন সোমবার দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল মা উড়ালপুল। অ্যাপ বাইকে চেপে যাচ্ছিলেন তরুণী, সেতুর উপর আচমকা পিছলে যায় বাইকটি। তা থেকে পড়ে যান বাইকে সওয়ার দু’জন। তরুণী এবং চালক, দু’জনেই আহত হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মা উড়ালপুলে বাইকটি পিছলে গিয়ে বিপত্তি হয়। দুই সওয়ারির মাথা থেকে হেলমেট খুলে পড়ে যায়। তাঁরা গুরুতর আহত হননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে সপ্তাহের শুরুর দিনে ব্যস্ত সময়ে ব্যস্ত উড়ালপুলে এই দুর্ঘটনায় যানজট তৈরি হয়। বেশ কিছু ক্ষণ গাড়ি থমকে ছিল। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।