বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের হৃদয়স্পর্শী অবসর গ্রহণ অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি: দুর্গাপুরে আদিবাসী অধ্যুষিত এলাকার বিজড়া হাই স্কুল আজ এলাকাবাসীর জন্য স্বপ্নের এক প্রতিষ্ঠান, যেন ছায়া ঘেরা শান্তিনিকেতনের ক্ষুদ্র একটি প্রতিরূপ। এর পেছনে যাঁর অবদান সর্বজন স্বীকৃত, সেই প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের অবসর গ্রহণ ছিল গত শুক্রবার ৩১ ডিসেম্বর। তাঁর অবসর গ্রহণ নিয়ে উৎসাহ-উদ্দীপনার ঢল নেমে এসেছিল এলাকায়। হবেই বা না কেন! এলাকাবাসীরা সকলেই জানেন তাঁরই যোগ্য নেতৃত্বে একদল শিক্ষক-শিক্ষিকার প্রত্যক্ষ সহযোগিতায় আজ শিশু স্কুলটি মহীরুহে পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীরা স্কুলকে ভাবে তাদের নিজের ঘরের মতোই।
এদিন অবসর গ্রহণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও গুণীজনেরা। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি শ্রী জগবন্ধু মজুমদার নজরুল হোসেন জামাদার, সেখ সইফুদ্দীন, প্রাক্তন সম্পাদক মনিরুল মিদ্যা। এছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য মোজাম্মেল হোসেন জামাদার, হাজী শাহ সুফি সুলতান হাজী আনারুল মিদ্যা। এছাড়াও দুর্গাপুর মহকুমার স্বনামধন্য প্রধান শিক্ষক-শিক্ষিকারা।উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ডঃ কলিমুল হক। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন কৃতী ছাত্রছাত্রীরা তাদের প্রিয় হেড স্যারকে চোখের জলে বিদায় জানাতে হাজির হয়েছিলেন স্কুল প্রাঙ্গণে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা এবং পরিচালন সমিতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সম্বর্ধিত করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি অন্ডাল ভিলেজ হাই স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন, পরবর্তীতে যোগ দেন বিজড়া হাইস্কুলে এবং মনের মত করে গড়ে তোলেন বিদ্যালয়কে। বিদ্যালয়টি নির্মল বিদ্যালয় পুরস্কার শিশু মিত্র পুরস্কার পেয়েছে। যামিনী রায় পুরস্কারের জন্য মনোনয়ন পায়।
কাজী নিজামউদ্দীন ২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হন। শিক্ষা প্রসার ও তার উৎকর্ষ সাধনে তাঁর বহুমাত্রিক অবদানের জন্য এলাকার মানুষ তাঁকে বহুদিন স্মরণে রাখবেন।