কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সারা বাংলা সাহিত্য-সংস্কৃতি মঞ্চ আয়োজিত এবং চাতক ফাউন্ডেশন এর পরিচালনায় “আন্তর্জাতিক কবি সাহিত্যিক গুণীজন সমাবেশ”

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি রবিবার সারা বাংলা সাহিত্য-সংস্কৃতি মঞ্চ আয়োজিত এবং চাতক ফাউন্ডেশন এর পরিচালনায় “আন্তর্জাতিক কবি সাহিত্যিক গুণীজন সমাবেশ” অনুষ্ঠিত হল কলকাতার কলেজ স্কয়ারের দ্য বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটিতে । এদিন ঠিক বেলা ১২টার সময় অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সম্পাদক শেখ মফেজুল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ড. মীরাতুন নাহার ।

এদিনের প্রধান অতিথি বিশিষ্ট সমাজবিজ্ঞানী তথা লিখিকা মিরাতুন নাহার বর্তমান বাংলা ভাষা, বাঙালির অস্তিত্ব এবং বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ দিক সকলের সামনে আলোচনায় উপস্থাপন করেন। তিনি আরো বলেন- আমি অভিভূত হয়ে গেলাম, বাংলা ভাষা যখন বিপন্ন, সাহিত্য-সংস্কৃতি চর্চা যখন ফ্যাসিবাদের কবলে মুখ থুবড়ে পড়ছে, সেই সময় দাঁড়িয়ে ‘সারা বাংলা সাহিত্য-সংস্কৃতি মঞ্চ’ এমন উদ্যোগের আয়োজন করেছেন । আমরা আয়োজক সংগঠনসহ কর্মকর্তাকে জানাচ্ছি অভিবাদন। বিশেষ করে এই সংগঠনের সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । সারা বাংলা জুড়ে এমন উদ্যোগ আরো বেশি বেশি করে আয়োজিত হোক এই কামনাই করছি।

Advertisement

এদিন অনুষ্ঠানে “সারা বাংলা রত্ন সম্মান” এ সম্মানিত করা হয় বিশিষ্ট গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি গোলাম রসুল ও বিশিষ্ট শিক্ষা বিশেষজ্ঞ ড. নাজিবুর রহমানকে । সেই সঙ্গে আন্তর্জাতিকে অনুষ্ঠানে রাজ্যের চারজন কবিকে সারা বাংলা কবি সম্মান, সারা বাংলা সাহিত্যিক সম্মান, সারা বাংলা কবি সম্মান, সারা বাংলা সাংবাদিক সম্মান, এমন করে বাছাই করা মোট ৪৪ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এদিন সম্মাননা জানানো হয় । এছাড়া অনুষ্ঠানের উপস্থিত সকলকেই সাহিত্য সমাবেশ স্মারক তুলে দেওয়া হয়।

সম্মান গ্রহণ করে এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. নাজিবুর রহমান, বিশিষ্ট গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক দীপক বেপারী, কবি গোলাম রসুল প্রমুখ ।

অনুষ্ঠানে বিশিষ্টের মধ্যে উপস্থিত ছিলেন ড. সুরঞ্জন মিদ্দে, ড. আব্দুল হাদী, ড. নুরুল ইসলাম, সমাজসেবী শেখ নুরুল ইসলাম, আসামের কবি রুবি গুপ্তা, সমাজকর্মী প্রধান শিক্ষিকা তানিয়া রহমত, সমাজসেবী আশরাফ আলী, শিক্ষাব্রতী শামীম জাভেদ, সংগঠনের জনসংযোগ সম্পাদক অনিমা নাথ, এম এ সবুর, সাংবাদিক সেখ ইবাদুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক লিটন রাকিব, বিশিষ্ট সমাজকর্মী হাসিবুর রহমান প্রমুখ।

এদিন বাংলার জনরব নিউজ পোর্টালের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলামকে সারা বাংলা সেরা সাংবাদিক সম্মান তুলে দেওয়া হয়। তুলে দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে। উল্লেখ্য এদিন সারা বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে রাজ্যের চার সাংবাদিককে বাংলার সেরা সাংবাদিক সম্মান প্রদান করা হয়। এরা হলেন প্রখ্যাত ইউটিউবার দীপক বেপারী, আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক, মুকতার হোসেন মন্ডল ও বাংলার জনরব নিউজ পোর্টালের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলামকে। তবে এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র দুই জন সংবাদিক উপস্থিত ছিলেন।

কবিতা পাঠ করেন জি এম আবু বক্কর, সুলতানা খান । সংগীত পরিবেশন করে তাসনিম হাসান, খালিদা খাতুন । এদিন চাতক প্রকাশন থেকে চারটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশও হয় । আন্তর্জাতিক এই অনুষ্ঠানে ৪ জনের চারটি গ্রন্থ প্রকাশিত হয়। সহিদুল ইসলামের গল্প সংকলন ‘রোদ রঙের মানুষ’, ডা: হাজেরুল ইবকারের কাব্যগ্রন্থ ‘একটি ছাতার খোঁজে’, খালিদা খাতুনের কাব্যগ্রন্থ ‘শেষ পাতার গল্প’ এবং শেখ মফেজুলের প্রবন্ধ সংকলন ‘বিভাগ পরবর্তী বাংলার মুসলমান সমাজ উন্নয়ন ও সাংস্কৃতিক চেতনা’ ।

এদিন আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় সংগঠনের মুখপত্র ‘দুই বিঘা’ সাহিত্য পত্রিকাটিও। অনুষ্ঠানকে সাবলীল এবং সুন্দর ভাবে সুসম্পন্ন করতে সহায়তার হাত বাড়িয়ে দিন সংগঠনের কোষাধ্যক্ষ মাগফুরা খাতুন, শাহীন রাজা, রিজিয়া সুলতানা, লক্ষণ কুমার দাস, মো আব্দুর রউফ, ফাতেমা খাতুন সহ অন্যরা । আন্তর্জাতিক কবি সাহিত্যিক গুণীজন সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জাকারিয়া শেখ। সব মিলিয়ে অনুষ্ঠানটি সার্বিকভাবে ভালো হয়েছে তবে আরও বেশি গোছানো হলে অনেকেই বক্তব্য রাখার সুযোগ পেতেন


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ