জেলা 

সোমেন মিত্রের নেতৃত্বে বারাসতে আইন-অমান্য আন্দোলনে লক্ষণীয় ভিড় ; উজ্জীবিত কংগ্রেস কর্মীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যেই প্রদেশ কংগ্রেসকে চাঙ্গা করে তুলেছেন জননেতা সোমেন মিত্র । তাঁর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে । সোমবার বারাসতে ছিল কংগ্রেসের ডাকে আইন-অমান্য আন্দোলন । এই আন্দোলনকে ঘিরে কংগ্রেস কর্মীদের উদ্দীপনা ছিল তুঙ্গে । তাঁদেরকে উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র স্বয়ং । এদিন আইন-অমান্য কর্মসূচিকে ঘিরে বারাসত জেলাশাসক কার্যালয় সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ।

রাজ্য কংগ্রেসের কার্যনিবার্হি সভাপতি দীপা দাশমুন্সির সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি লেগে যায় । আর একে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । কংগ্রেস কর্মীরাও পুলিমের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে । এদিন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র , দীপা দাশমুন্সি ছাড়াও বিরোধী দলনেতা আবদুল মান্নান উপস্থিত ছিলেন ।

Advertisement

আজকে বারাসতে আইন-অমান্য কর্মসূচির সাফল্য দেখে জেলার কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে । আগামী দিনে সোমেন মিত্রের নেতৃত্বে এই রাজ্যের কংগ্রেস আরও শক্তিশালী হয়ে যে উঠবে তাতে কোনো সন্দেহ নেই বলে রাজনৈতিক মহল মনে করছেন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven + sixteen =