কলকাতা 

“ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে , তৃণমূল আর বিজেপির গোপন সমঝোতা আজ দিনের আলোর মত স্পষ্ট হয়ে গেছে “ : সোমেন মিত্র

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : “ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। তৃণমূল আর বিজেপির গোপন সমঝোতা আজ দিনের আলোর মত স্পষ্ট হয়ে গেছে। ওদের মধ্যে গোপন আঁতাত যে আছে তা আজ আরও একবার স্পষ্ট হয়ে গেল। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই লাইনে দাঁড়িয়ে রয়েছে।” সোমবার বিধানভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তৃণমূল বিজেপি সম্পর্ককে এইভাবে ব্যাখ্যা করলেন । উল্লেখ্য আজ খড়্গপুরে সাংবাদিকদের কাছে কথা বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন,”কেন্দ্রীয় সরকার ধর্মঘটকে সমর্থন করে না। আমরা ওয়ার্ক কালচার চাই। দেশের উন্নয়ন হচ্ছে, বিকাশ হচ্ছে। এতে কেউ যেন বাধা না দেয়। যে সরকার বন্ধের বিরোধিতা করবে এবং দায়িত্ব পালন করবে তাকেই সমর্থন করবে বিজেপি।” দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন ,আমরা এতদিন ধরে যে কথা বলছিলাম তা দিনের আলোর মত স্পষ্ট হয়ে গেল । তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা আছে একথা দীর্ঘদিন ধরে বলে আসছিল কংগ্রেস ও বামেরা । বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যকে ঘিরে এখন রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল দিদিভাই-মোদীভাইয়ের মধ্যে গোপন সমঝোতা ইঙ্গিত করছে ।

অন্যদিকে , বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা মমতার আছে দিলীপ ঘোষের এই মন্তব্যেরও পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য রাজনীতির প্রথম সারির জননেতা সোমেন মিত্র বলেন,”দিলীপ ঘোষের বক্তব্য আমি শুনেছি। ওনার সেই ডিপ্লোমেসি নেই। তাঁর বলার কায়দা স্পষ্ট। বিজেপি বুঝতে পারছে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন না। যদি বিজেপি পরাজিত হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় পছন্দের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই সরকার চালাতে চায় বিজেপি।”

Advertisement

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − nine =