দেশ 

আগামী লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে না নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট দাবি সমীক্ষায়

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী লোকসভা নির্বাচন সাধারণ মানুষের কাছে জীবন-মরণ লড়াই । বাক-স্বাধীনতা থাকবে কী থাকবে না , ব্যক্তি স্বাধীনতা থাকবে কী থাকবে না । মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে কী থাকবে না  এটা আগামী লোকসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে । যদিও লোকসভা নির্বাচন এখনও কয়েক মাস বাকী তবু মানুষ এখন থেকেই সংঘবদ্ধ হতে শুরু করেছে ।

অন্যদিকে মিডিয়াও বসে নেই তারা নানাভাবে সমীক্ষা করে দেখছে কে আগামী লোকসভা নির্বাচনে জিততে পারে । মাস খানেক আগেই দেশের অন্যতম প্রথম সারির সংবাদ চ্যানেলি ইন্ডিয়া টিভি সমীক্ষায় বলেছিল এনডিএ জোট-ই আগামী লোকসভা নির্বাচনে জিততে চলেছে । তবে বিজেপি একক গরিষ্ঠতা পাবে না । সেই সময় অবশ্য তিন রাজ্যের ভোটের ফল বের হয়নি । তিনি রাজ্যের ভোটের ফল নিয়েও ইন্ডিয়া টিভি যা বলেছিল তার চেয়ে অনেক খারাপ ফল করেছে বিজেপি । আমাদের মনে রাখতে হবে ইন্ডিয়া টিভির পরিচালক বিজেপির মনোনীত সাংসদ । সুতরাং তাঁর চ্যানেল যে সমীক্ষা করবে তাতে বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনায় বেশি ।

Advertisement

কিন্ত গত মাসের ১৫ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত আবার নতুন করে সমীক্ষা করে ইন্ডিয়া টিভি । এই সমীক্ষায় দাবি করা হয়েছে ,এখুনি লোকসভা নির্বাচন হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৪৩ আসনের লোকসভায় ২৫৭টি আসন পাবে ।  ম্যাজিক ফিগার থেকে ১৫টি আসন কম পেতে পারে । কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ (সপা ও বসপা বাদে) ১৪৬টি আসন পেতে পারে। ২০১৮ সালের শেষে পাঁচ রাজ্যে যে বিধানসভা নির্বাচন হল – সেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম ও তেলাঙ্গানার ফলাফলের পর এই সমীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন রাজ্যে কংগ্রেস সরকার গঠন করেছে। বিজেপির হাত থেকে তিনটি রাজ্য চলে গিয়েছে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স এর সমীক্ষায় ইঙ্গিত, ৫৪৩টি আসনের লোকসভায় বাকীরা যে ১৪০টি আসন পাবে, তার ওপরই সরকার তৈরির ভবিষ্যৎ নির্ভর করবে।

তবে এই সমীক্ষায় মহাজোট কিংবা ভোট পরবর্তী জোট সম্পর্কে কোনো আগাম ইঙ্গিত দেওয়া হয়নি । তাছাড়া আগামী দিনে ইউপিএ জোটে আরও অনেকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে । অখিলেশ- মায়াবতীর জোটের ফলে উত্তরপ্রদেশ তো বটেই পাশের রাজ্যগুলিতে যে প্রভাব পড়বে তাও এই সমীক্ষায় উঠে আসেনি । তাই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এনডিএ জোটের আরও খারাপ ফল হতে চলেছে ।

 


শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − 3 =