জনপরিসেবার ফাঁকেও অসুস্থ রোগীর সেবায় পাতলা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আল আমিনের প্রাক্তনী
এস এম শামসুদ্দিন : জন পরিষেবার ফাঁকে অসুস্থ রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ডাঃ আবুবক্কর মল্লিক সাহেব। “ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে “কথাটা আজ বাস্তব ছবি দেখলাম পাঁচলা পঞ্চায়েত সমিতি অফিসে আমার উচ্চ বিদ্যালযের বিশেষ কাজে গিয়ে ।
ডা আবুবক্কর মল্লিক সাহেব পাঁচলা কেন্দ্রের কর্মবীর জনপ্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহবের জ্যৈষ্ঠ পুত্র ।বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তাঁর সুখ্যাতি ছিল ।আল আমিন মিশনের ছাত্র থেকে মেডিকেলে মেধায় সুযোগ । এম বি বি এস পাশ করে চিকিৎসা শুরু করেন।
একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন।কিন্তু রাজনীতি তথা বৃহত্তর জনসেবা করা যাঁর রক্তে তাঁকে সীমাবদ্ধ গন্ডির মধ্যে আটকে রাখা অসম্ভব ।
বাম পন্থার বিরোদ্ধে আপোষহীন সংগ্রামী প্রতিবাদী নেতা তথা বিধায়ক গুলশান মল্লিক সাহেব ও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত আবু বক্কার সাহেব অত্যন্ত মানবিক এবং সুমিষ্ট ব্যবহার দ্বারা এক আদর্শ রাজনৈতিক আবহ সৃষ্টি করে চলেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ও কর্মসূচির বাস্তবায়নে তিনি নিরলস প্রচেষ্টায় মগ্ন ।এর মধ্যেই তিনি সুযোগ পেলেই নানান প্রয়োজনে আসা মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে সচেষ্ট। তাঁর প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।