জেলা 

কলকাতার রাজপথে জানুয়ারি থেকে চলবে ইলেকট্রিক বাস ঘোষণা পরিবহণ মন্ত্রীর

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে চালু হতে চলেছে ইলেকট্রিক বাস । এ খবর বাংলার জনরব কয়েক মাস আগেই করেছিল । সেই ঘোষণা শোনা গেল গতকাল উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কন্ঠে । তিনি বলেন , ‘রাজ্যে আশিটি নতুন ইলেকট্রিক চালিত বাস নামানো হবে নতুন বছরের জানুয়ারি মাসেই। একই সঙ্গে ৫৫ টি ইলেকট্রিক পরিবহন চার্জিং স্টেশন গড়বে রাজ্য সরকার । যেখানে বেসরকারি যে কোন ইলেকট্রিক গাড়ি সল্প মূল্যে চার্জ দিতে পারবেন গাড়ি ব্যাবহারকারীরা । নতুন বছরে নামানো হবে ৬০ টি গ্যাস চালিত বাসও । তবে বাসভাড়ায় কোন পরিবর্তন করছে না রাজ্য পরিবহন দফতর ।’

জানা গেছে , জানুয়ারি মাস থেকেই কলকাতার রাজপথে দেখা যাবে ইলেকট্রিক বাস । এছাড়াও চালু হতে চলেছে গ্যাস চালিত বাসও । কয়েকটি নির্দিষ্ট রুটে এই বাস এখন চালু করা হবে । এর জন্য সব পরিকাঠামো তৈরি হয়ে গেছে বলে জানা গেছে । তবে ইলেকট্রিক বাস চালু হলে সাধারণ মানুষের উপর বাড়তি কোনো চাপ তৈরি হবে না । বাস ভাড়া একই থাকবে ।

Advertisement

 

 

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ