কলকাতা 

তৃণমূল সরকার কর্মচারীদের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে রাজ্যপালের কাছে অভিযোগ সংগঠনের

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকারি কর্মচারিদের ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে । সার্ভিস রুল মেনে টিফিন সময়ে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করার জন্য এক সঙ্গে ১৫ জন আন্দোলনকারীকে বদলী করা হয়েছে বলে অভিযোগ করে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ রাজ্য সরকারি কর্মীরা। মূলত রাজ্য সরকারের কর্মচারী বিরোধী মনোভাব, প্রতিহিংসামূলক বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। মূলত মমতা সরকারের উপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের এই বাম সংগঠন।

সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিনহা জানিয়েছেন, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে লিখিতভাবে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা শুধু অর্থনৈতিকভাবেই নন, তাঁদের ট্রেড ইউনিয়ন অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। গত ২৯ নভেম্বর নবান্নে টিফিনের সময় আমরা সার্ভিস রুল মেনে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় পুলিশ আমাদের শিবপুর থানায় তুলে নিয়ে যায়।

Advertisement

এখানেই শেষ নয়, এরপরেই বদলি নীতির তোয়াক্কা না করে আমাদের শাস্তিমূলকভাবে বদলি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে রাজ্যের দূরতম প্রান্তে। জানা গেছে ,কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে  রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রাজভবনের কাছে সময় চাওয়াও হয়েছে। রাজ্যপালের সময় পেলে কো-অর্ডিনেশন কমিটির নেতারা সবিস্তারের তাদের অভিযোগ রাজ্যপালের কাছে করবেন বলে জানা গেছে ।

 

 


শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 4 =