কলকাতা 

বিজেপি রথযাত্রা বিশবাঁও জলে , সোমবার কী সুপ্রিম কোর্টে যাবে ?

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি-র রথযাত্রার মামলা এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে , ইতিমধ্যে দিল্লির সবুজ সংকেত এসে গেছে বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে ৷ বড়দিন উপলক্ষে সুপ্রিম কোর্ট বন্ধ আছে । এই মুহুর্তে বিজেপি কী তাহলে সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে আবেদন করবে, নাকি কোর্ট চালু হলে আবেদন করবে , তা নিয়ে দলীয় স্তরে আলোচনা চলছে । তবে সম্ভবত সোমবারই সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চেই রাজ্য বিজেপি রথযাত্রার অনুমতি চেয়ে আবেদন করতে পারে । কারণ বিজেপি রথযাত্রা নিয়ে আইনি লড়াইয়ে  বিন্দুমাত্র দেরি করতে রাজি নয় ।

বৃহস্পতিবার বিজেপিকে শর্ত সাপেক্ষে রথযাত্রা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ৷ শুক্রবার সকালেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷ আদালতের এই যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের রথের সারথি কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভি৷ তিনিই শেষ হাসি হাসিয়েছেন মমতাকে৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দিয়েছে ৷

Advertisement

তবে সুপ্রিম কোর্টে আইনি লড়াই অসুবিধাও রয়েছে । কারণ কলকাতা হাইকোর্ট সরাসরি রথযাত্রার অনুমতি বাতিল করেনি । বরং সিঙ্গেল বেঞ্চ নতুন করে মামলাটি শুনতে বলেছে । সুতরাং এই অবস্থায় সুপ্রিম কোর্ট আদৌ মামলাটি গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার । সব মিলিয়ে এটা পরিস্কার মমতার কুশলী চালে কুপোকৎ রাজ্য বিজেপি । রথযাত্রা অন্তত ২০১৮ সালে কোনোভাবেই করতে পারবে না রাজ্য বিজেপি এটা স্পষ্ট হয়ে গেছে । আর যেহেতু ১৯ জানুয়ারি ব্রিগেড সভা তাই চেষ্টা করলেও জানুয়ারিতেও রথযাত্রার অনুমতি নাও মিলতে পারে ।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 2 =