Bengal Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ! কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা?
বাংলার জনরব ডেস্ক : তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গে রবিবার সন্ধ্যে থেকে দক্ষিণবঙ্গের সব জেলা গুলিতেই ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
ঝাড়খণ্ড থেকে মেঘপুঞ্জ ঢুকছে বাংলায়। শনিবার বিক্ষিপ্তভাবে দুই মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। রবিবার সন্ধেতে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের আগে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে তা পুরোদমে শুরু হতে পারে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস বলেন, রবিবার থেকেই আর তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে আগামী ৪৮ ঘণ্টা আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রেহাই মিলবে মঙ্গলবার থেকে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের পর এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।
ইতিমধ্যে অতিবৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন।