আন্তর্জাতিক 

তুরস্কের সামরিক বিমান জর্জিয়ায় ভেঙে পড়ল

শেয়ার করুন

আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130। দুর্ঘটনায় এই কার্গো বিমানটিতে ক্রু-সহ অন্তত ২০ জন জওয়ান ছিলেন বলে জানা যাচ্ছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও হতাহতের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকার তৈরি C-130 বিমানটি আজারবাইজান থেকে তুরস্কে ফিরছিল। সেই সময় কোনওভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, মাঝআকাশ থেকে দ্রুত গতিতে নেমে আসছে বিমানটি। এর কিছুক্ষণের মধ্যেই সাদা ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় গোটা এলাকা। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান। মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে বিমানটিতে ক্রু-সহ অন্তত ২০ জন জওয়ান ছিলেন।

Advertisement

প্রতিরক্ষামন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, আজারবাইজান ও জর্জিয়ার প্রশাসন দুর্ঘটনার পর যৌথ অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে। জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল আজারবাইজান সীমান্তের কাছে সিগনাঘি পৌরসভা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা গভীরভাবে শোকাহত। ওয়াশিংটন তুরস্কের পাশে রয়েছে।’

C-130 হারকিউলিস হল আমেরিকান কোম্পানি লকহিড মার্টিন দ্বারা তৈরি একটি চার ইঞ্জিন বিশিষ্ট সামরিক পরিবহন বিমান। এটি ছোট রানওয়ে থেকে সহজেই উড্ডয়ন এবং অবতরণ করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এর কাজ সাধারণত পণ্য পরিবহণ, সৈন্য এবং সরঞ্জাম পরিবহন করা। এটি আকাশ যুদ্ধ, বিমান হামলা এবং গোয়েন্দা অভিযানের জন্যও ব্যবহৃত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ