আন্তর্জাতিক 

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে সাধারণ নির্বাচন!

শেয়ার করুন

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের নির্বাচন (Bangladesh Election)। জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। সেই সঙ্গে তিনি তোপ দেগেছেন বিগত হাসিনা সরকারের প্রতিনিধিদের। অভিযোগ করেছেন, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে।

নেত্রকোনা জেলা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক সাংবাদিক সম্মেলনে শফিকুল বলেন, ”আগের সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ওঁরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই ওঁদের কথায় কিছু হবে না।” সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

Advertisement

এদিনই জানা গিয়েছে, শরিকদের জন্য ৪০ আসন ছাড়বে বিএনপি। সমঝোতায় এনসিপি ছাড় পেতে পারে ৫টি। ৩০০ আসনের মধ্যে বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসন নিয়ে দর কষাকষি চালাচ্ছে শরিকরা। প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি, কেউ-বা দুইটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। মিত্রদের জন্য আসন সমঝোতার পাশাপাশি উন্মুক্ত রাখা হবে ধানের শিষের বিপক্ষে নির্বাচনে লড়ার সুযোগ।

পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার গঠনের আগে রাজপথের সহযোদ্ধাদের ভোটের মাঠেই বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপৎ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র ভাবে নির্বাচনে লড়ার ঘোষণা।

এদিকে গাজিপুর-৩ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চাওয়া এনামুল হক মোল্লাহকে অস্ত্র-সহ আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাত আড়াইটে থেকে ভোর ৫টা পর্যন্ত শ্রীপুর উপজেলার বরকুল গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁর ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তিনি বরমী ইউনিয়ন ছাত্রদলের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং সৌদি আরবের মক্কা মিছফালাহ শাখা বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির মনোনয়ন না পেয়ে সম্প্রতি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা করেন। স্থানীয় সূত্র জানাচ্ছে, একাধিক মামলার কারণে ২০১৭ সালে এনামুল নাম পরিবর্তন করে সৌদি আরবে পাড়ি জমান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ