জেলা 

শিলিগুড়ির পানিট্যাঙ্কি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি বাজারে (Panitanki) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ১১টি দোকান। তার মধ্যে রয়েছে কাপড়, মুদিখানা, ইলেকট্রনিক্সের দোকান। শনিবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন বাসিন্দারা। মুর্হূতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভারত-নেপাল সীমান্ত (Nepal-India Border) লাগোয়া অঞ্চল শিলিগুড়ির পানিট্যাঙ্কি। এশিয়ান আর্ন্তজাতিক সড়কের পাশের এই অঞ্চলে শনিবার ভোরবেলায় আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা বাজারে ধোঁয়া বেরতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন।

Advertisement

প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কমপক্ষে ১১টি দোকান। তার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ