জেলা 

সন্দেশখালি কাণ্ডে ধৃত আয়েশা বিবিকে জামিন দিল বসিরহাট আদালত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালি কান্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে জামিন দিল বসিরহাট আদালত। আজ বুধবার বসিরহাট আদালতে আইএসএফের নেত্রী আয়েশা বিবিকে তোলা হলে তাকে জামিন দেয় আদালত।

আইএসএফের পক্ষ থেকে গত রবিবার থেকেই দাবী করা হচ্ছিল আইএসএফ নেত্রী আয়েশা বিবি গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সন্দেশখালিতে প্রবেশ করতে পারেনি। ফলে তিনি সন্দেশখালীর ঘটনার সঙ্গে সেভাবে জড়িত নয়। তবে যে প্রক্রিয়ায় সন্দেশখালিতে মানুষের আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছে তার বিরোধিতা করেছে আই এস এফ।

Advertisement

প্রসঙ্গত বলা প্রয়োজন, শবেবরাতের রোজা রাখা অবস্থায় যেভাবে আয়েশা বিবিকে পুলিশ গ্রেফতার করেছে তাতে আর যাই হোক সঠিক কাজ করেনি বলে এই রাজ্যের মুসলিম সমাজ মনে করছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাজের চেয়ে অকাজ করছে বেশি তার ফলে সমস্যার গভীরে লাগিয়ে সমস্যা আরো বেশি করে তৈরি হচ্ছে। সমাধান তো করতেই পারছে না, উপরন্তু দল এবং সরকারের ভাবমূর্তি প্রতিনিয়ত ক্ষুন্ন করছে এ রাজ্যের তথাকথিত পুলিশকর্মীরা।

গতকাল মঙ্গলবার সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে ভাষায় পুলিশকে আক্রমণ করেছে তা এক কথায় লজ্জা বলা যেতে পারে। এরপরেও এ রাজ্যের পুলিশ কেন সংযত হচ্ছে না তা নিয়ে আমাদেরকে ভাবতে হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ