জেলা প্রচ্ছদ 

‘খলিস্তানি’ মন্তব্যকে ঘিরে সমালোচনার মুখে দেশজুড়ে অস্বস্তিতে বিজেপি! ড্যামেজ কন্ট্রোলে নামলেন শুভেন্দু! কী বললেন বিরোধী দলনেতা?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালিতে যাওয়ার পথে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে এক শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসার বাধা দিলে ওই আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বেকায়দায় পড়ে যায় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আইপিএস অফিসার কে খালিস্তানি বলে কটাক্ষ করায় তীব্র সমালোচনা করেছেন। বিজেপির এই মানসিকতাকে বিভাজনের রাজনীতি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর অগ্নিমিত্রা পলের এই বক্তব্যকে ঘিরে সমগ্র দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন আমরা শিখ সম্প্রদায়কে শ্রদ্ধা করি সম্মান করি।বিরোধী দলনেতার কথায়, ‘‘পাকিস্তানি-খলিস্তানি এ সব বলার দরকার নেই আমাদের। ওই অফিসার রূঢ় ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন। আমি বা আমাদের সঙ্গীরা কোনও ধর্মকে আক্রমণ করে কিছু বলিনি। বলবও না। আমরা গুরু নানকজিকে প্রণাম করি। শিখ ধর্মকে সম্মান করি। দেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে শিখদের।’’ তবে শুভেন্দু এ-ও বলেছেন, ‘‘দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী। সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করি।’’

Advertisement

সন্দেশখালিতে বাধা দিতে আসা এক শিখ আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেছেন বিজেপি নেতৃত্ব। সোমবার এই অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিমিত্রার বিরুদ্ধে ওঠা সেই অভিযোগের জেরে রাজ্যের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। যদিও সন্দেশখালি থেকে ফেরার পথে শুভেন্দুর দাবি, তিনি এই ধরনের মন্তব্য করেননি। তাঁর সঙ্গীরাও এই ধরনের কোনও মন্তব্য করেননি।

যদিও শুভেন্দুর দাবি মানতে রাজি নয় রাজ্যের শাসক শিবির। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনে তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, ‘‘বিজেপি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। তারা শুধু বিভেদ সৃষ্টি করে। ওই শিখ অফিসারকে খলিস্তানি বলে বিজেপি প্রতিনিধিদল তা আবার প্রমাণ করেছেন। এটা সকলের কাছে খুব লজ্জার। বাংলার জন্য খুব লজ্জার। এর জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার উচিত ক্ষমা চাওয়া।’’

অগ্নিমিত্রা পলের এই ধরনের বালখিল্য মন্তব্য দেশের রাজনীতিতে বিজেপিকে আরো বেশি ব্রাত্য করে তুলতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। লোকসভা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য যে ধর্মীয় বিদ্বেষ তৈরি করছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এখন দেখার বিষয় রাজ্যের একজন প্রথম সারির পুলিশ কর্তাকে খালিস্তানি বলে কটাক্ষ করার পর রাজ্য প্রশাসন কি ব্যবস্থা নেই সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্যের জনগণ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ