অন্যান্য 

Madhyamik Examination 2024 : মাধ্যমিক 2024* *নির্বাচিত প্রশ্নগুচ্ছ▪️জীবন বিঞ্জান▪️প্রস্তুত করেছেন :– গিরিধারী চক্রবর্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

*নির্বাচিত প্রশ্নগুচ্ছ▪️ মাধ্যমিক 2024*

    ▪️ জীবন বিঞ্জান▪️

এটি প্রস্তুত করেছেন :–

গিরিধারী চক্রবর্তী, সহ শিক্ষক

হাটুয়াঘেরী কল্যাণি যুধিষ্ঠির হালদার জুনিয়র স্কুল

———————————————————

সৌজন্যে : অনুসন্ধান কলকাতা

➖➕➖➕➖➕➖➕➖➕➖

*বিভাগ : ক (প্রতিটি প্রশ্নের মান 2 )*

Advertisement

1.হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি

2 সংঞ্জা:.উপযোজন,হাইপার মেট্রোপিয়া,মায়োপিয়া, নিউরোট্রান্সমিটার,জীববিবর্ধন,উত্তজিতা, সংকরায়ণ

3.কেন্দ্রীয় ওপ্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলো উল্লেখ করো

4.ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য

5.সেন্ট্রৌমিয়ারও টেলোমিয়ারের কাজ

6.উদ্ভিদকোষের সাইটোকাইনেসিস পদ্ধতি 7.কোশচক্রের বিভিন্ন পর্যায়ে স্বাভাবিক নিয়ন্ত্রণ শিথিল হাওয়ায় পরিণাম কি কি,?8.সংঞ্জা: সংকরায়ণ, অসম্পূর্ণ প্রকটতা

9.অন্তপ্রজাতির সংগ্ৰাম ও আন্ত:প্রজাতির সংগ্ৰামের উদাহরণ দাও।

10.রুইমাছের জলজ অভিযোজনের উদস্থৈতিক অঙ্গের ভৃমিকা

11.লবণসহনের জন্য সুন্দরী গাছের অভিযোজন গত বৈশিষ্ট্য

12.JFM(সূচনা কাল,রূপকার, সূচনা স্থল, উদ্দেশ্য )

13.প্রোজেক্ট ক্রোকোডাইল1976 এ কিকি ব্যবস্থা গ্ৰহণকরা হয়েছে? *অথবা* ভারতে একশৃঙ্গগণ্ডার সংরক্ষণে কি কি ইনসিটু ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে?

14.PBRর উল্লেখযোগ্য বিষয় কিকি?

15.অ্যাসিড বৃষ্টি র দুটি কুপ্রভাব লেখো।

16.শব্দদূষণে হৃৎপিণ্ড ও

কানের ওপর কী প্রভাব পড়ে? 17.সাইলেন্স জোন বলতে কি বোঝ?

18.পালভিনি কি?

19ক্রসিংওভার কি?20.পরিবেশগত কী কী কারণে মানুষের কান্সার হতে পারে? মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্র টি বিবৃত করো।

21.নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী পরিবেশগত সমস্যার সৃষ্টি হতে পারে?

22 CSFকীভাবে মস্তিষ্কের সুস্থতার সঙ্গে সম্পর্কিত?

23 . উদাহরণ সহ নিষ্ক্রিয় অঙ্গের অভিব্যক্তি গত গুরুত্ব ব্যাখ্যা করো।

24 SPMএর প্রভাবে আমাদের কী কী পাশ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার একটি তালিকা তৈরি করো।25.’Hotspot শব্দের প্রবক্তা কে? পশ্চিমবঙ্গের একটি হটস্পটের নাম লেখো।

*বিভাগ :খ(প্রতিটি। প্রশ্নের মান 5)*

*1*.ছবি-প্রতিবর্ত চাপ,ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থান

*2* মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। ক্রোমোজোম,জিন ও DNAএর আন্ত:সম্পর্ক ব্যাখ্যা করো।3.প্রাকৃতিক অঙ্গজ জননের তিনটি পদ্ধতির বর্ণনা করো। উদাহরণ দাও:কোরকোদগম(উদ্ভিদ ওপ্রাণী),খন্ডীভবন ,পুনরুৎপাদন, দ্বিবিভাজন। 3+2

4.মিলার ও উরের (Urey)পরীক্ষায় উৎপন্ন জৈব আসিড,আমাইনো আসিড,জৈবযৌগের দুটি করে উদাহরণ দাও।অভিযোজনে আচরণের গুরুত্ব লেখো(3+2)

*5* .শব্দ চিত্রের মাধ্যমে একটি ফার্ণের জনুক্রম উপস্থাপন করো।দ্বিনিষেক কাকে বলে ?3+2

*6*.স্বপরাগযোগও ইতর পরাগযোগের পার্থক্য লেখো।বৃদ্ধবয়সে অস্থিও কানের পরিণতি আলোচনা করো। 3+2

*7* জীববৈচিত্রা হটস্পট গঠনের দুটি শর্ত লেখো। উদাহরণ সহ এক্স সিটু ওইনসিটু সংরক্ষণের পার্থক্য লেখো।

8.মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজ দশার বিপরীত মুখী ঘটনা র তিনটি উদাহরণ দাও।

9 .ল্যামার্কবাদের যেকোনো 3টি তত্ত্ব ও ডারউইন বাদের দুটি তত্ত্ব ব্যাখ্যা করো। 3+2


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ