অন্যান্য 

Higher Secondary Examination 2024 : উচ্চমাধ্যমিক দিশা : ইতিহাস সাজেশন • প্রস্তুত করেছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উচ্চমাধ্যমিক দিশা………….

    ইতিহাস সাজেশন

প্রস্তুত করেছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়

ছাত্র ছাত্রীরা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো ফলে বোর্ড এর পরীক্ষা কেমন হয় সে সম্পর্কে তোমাদের একটি ধারণা রয়েছে, উচ্চমাধ্যমিক স্তরে ইতিহাস সিলেবাস বর্তমানে খুব scoring এবং যে ধরণের প্রশ্নপত্র এখন হয় তাতে সহজেই অনেকটা নাম্বার তোলা যায়। মনে রাখবে এই বছর তোমরা Indian history র টপিক এর বাইরেও world history র কিছু টপিক পড়বে যেগুলো সম্পর্কে তোমাদের এর আগে ধারণা ছিল না যেমন আরব ইতিহাস, চীনের ইতিহাস বা সার্ক সম্মেলন এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়ো, সাল, সনদ এর নাম গুলো শেষ মুহূর্তে ভালো করে দেখে নাও। ভারতীয় ইতিহাস ও Histiography র প্রশ্ন গুলো কিন্তু চোখ বুলিয়ে নিতে ভুলো না, মনে রাখবে ইতিহাস মানেই এখন পাতার পর পাতা লেখা নয়, to the point উত্তর, informative short answer এখন পরীক্ষক রা বেশি পছন্দ করেন, বড় প্রশ্ন যেখানে উদাহরণ দেওয়া যায় সেখানে অব্যশই উদাহরণ দাও, উত্তরে ঐতিহাসিকদের উক্তি ব্যবহার করার চেষ্টা কর এতে উত্তরের মান ও গুন দুটোই বৃদ্ধি পাবে। মনে রাখবে উচ্চমাধ্যমিক এ ইতিহাসে ভালো নাম্বার পেলে অনেক নামী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় তোমাদের সুবিধা হবে। তোমরা যারা উচ্চমাধ্যমিক এ ইতিহাস নিয়েছো তারা ভালোবেসেই ইতিহাস নিয়েছো তাই ভীতি নয় একটু ঘড়ি ধরে পরিকল্পনা করে পড় সাফল্য ধরা দেবেই তোমাদের সাফল্য কামনা করি।

জাদুঘর কাকে বলে ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা কর.

Advertisement

নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় ?

ভারতের রেলপথ স্থাপনের কারণ লেখ. এ দেশের অর্থনীতিতে রেলপথ কী প্রভাব ফেলেছিল ?

ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা ও প্রসার সম্পর্কে আলোচনা কর.

 

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এর প্রেক্ষাপট ও গুরুত্ব সম্পর্কে আলোচনা কর.

রাওলাট আইনের শর্তগুলি কি ছিল ? এই আইন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া লেখ.

আরব জাতীয়তাবাদের উন্মেষ এর কারণ গুলি আলোচনা করো.

ঠান্ডার লড়াই বলতে কী বোঝো ?ঠান্ডার লড়াই এর কারণগুলি সম্পর্কে আলোচনা কর.

সিরাজের সাথে ইংরেজদের বিরোধের কারণ গুলি কি কি.

শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর/

ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আলোচনা কর.

জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা কর/

ভারতের ইতিহাস সম্পর্কে জেমস মিলের মনোভাব আলোচনা কর.

1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর.

স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবর এর ভূমিকা কি ছিল আলোচনা কর.

ঔপনিবেশিকতাবাদ এর রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা কর.

পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল এর তুলনামূলক আলোচনা কর.

আলীগড় আন্দোলন সম্পর্কে আলোচনা কর.

ভারতে ব্রিটিশ শাসনকালে রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও.

মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা কর. এই মামলাটি পরিণতি কি হয়েছিল ?

অষ্টম অধ্যায় :

 

সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল?

 

বি-উপনিবেশীকরণ বলতে কী বোঝ? এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো ?

 

স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ ও গুরুত্ব আলোচনা করো

 

জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ণ করো ?

 

১৯৫০ এর কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য লেখ ?

 

জোটনিরপেক্ষ নীতি কি ছিল? এর উদ্দেশ্য আলোচনা করো ?

 

ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো ?

 

পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের উদ্দেশ্য কী ছিল ? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল ?

 

কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

 

প্রথম অধ্যায় থেকে বৈকল্পিক প্রশ্ন উত্তর

১. ‘সব ইতিহাসই সমকালীন ইতিহাস’ উক্তিটি করেছেন –

 

(ক) ই. এইচ. কার

(খ) ক্রোচে

(গ) হেরোডোটাস

(ঘ) কৌটিল্য ।

উত্তরঃ- (খ) ক্রোচে

 

২. হাজার দুয়ারী জাদুঘর হল –

 

(ক) শিল্প জাদুঘর

(খ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর

(গ) ঐতিহাসিক জাদুঘর

(ঘ) সামরিক জাদুঘর।

উত্তরঃ- (গ) ঐতিহাসিক জাদুঘর

 

৩. লুভর মিউজিয়াম অবস্থিত –

 

(ক) ফ্লোরেন্সে

(খ) রোমে

(গ) লণ্ডনে

(ঘ) প্যারিসে।

উত্তরঃ- (ঘ) প্যারিসে।

 

৪. ‘মিথ’ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি –

 

(ক) গ্রিক শব্দ

(খ) লাতিন শব্দ

(গ) রোমান শব্দ

(ঘ) জার্মান শব্দ।

উত্তরঃ- (ক) গ্রিক শব্দ

 

৫. ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন –

 

(ক) রণজিৎ গুহ

(খ) জেমস মিল

(গ) রামশরণ

(ঘ) রমেশচন্দ্র মজুমদার ।

উত্তরঃ- (ঘ) রমেশচন্দ্র মজুমদার ।

 

৬. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় –

 

(ক) ১৭৫২ খ্রিস্টাব্দে

(খ) ১৭৫৩ খ্রিস্টাব্দে

(গ) ১৭৫৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৫৫ খ্রিস্টাব্দে ।

উত্তরঃ- (খ) ১৭৫৩ খ্রিস্টাব্দে

 

৭. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) ইতিহাসমালা (a) বিয়ারলেইন

(ii) জীবনের জলসাঘরে (b) উইলিয়াম কেরি

(iii) প্যারালাল মিথ্স (c) গ্রিম ভ্রাতৃদ্বয়

(iv) দ্য ফ্রগ প্রিন্স (d) মান্না দে

বিকল্প সমূহ :

 

(ক) i-c, ii-b, iii-d, iv-a

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a, iv-d

উত্তরঃ- (গ) i-b, ii-d, iii-a, iv-c

 

৮. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) কালিদাস (a) গ্রিক পুরাণ

(ii) জিউস (b) রোমান পুরাণ

(iii) রোমিউলাস (c) ব্রিটিশ কিংবদন্তি

(iv) রবিন হুড (d) হিন্দু পুরাণ

বিকল্প সমূহ :

 

(ক) i-d, ii-a, iii-b, iv-c

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a, iv-d

উত্তরঃ- (ক) i-d, ii-a, iii-b, iv-c

 

তৃতীয় অধ্যায় থেকে বৈকল্পিক প্রশ্ন উত্তর

১. পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭৫৭ সালের-

 

(ক) ২১ জুন

(খ) ২২ জুন

(গ) ২৩ জুন

(ঘ) ২৪ জুন।

উত্তরঃ- (গ) ২৩ জুন

 

২. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ (১৮০০) প্রতিষ্ঠা করেন –

 

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কার্জন

(গ) লর্ড কর্ণওয়ালিশ

(ঘ) লর্ড ওয়েলেসলি।

উত্তরঃ- (ঘ) লর্ড ওয়েলেসলি।

 

৩. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় –

 

(ক) ১৭৯৩ খ্রিস্টাব্দে

(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে

(গ) ১৭৯১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ক) ১৭৯৩ খ্রিস্টাব্দে

 

৪. বন্দীবাসের যুদ্ধ হয় –

 

(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬৮ খ্রিস্টাব্দে

(গ) ১৭৬১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে ।

 

৫. বিদরার যুদ্ধে (১৭৫৯) ইংরেজরা পরাজিত করে –

 

(ক) ডাচদের

(খ) ওলন্দাজদের

(গ) ফরাসিদের

(ঘ) দিনেমারদের।

উত্তরঃ- (গ) ফরাসিদের

 

৬. কোম্পানি দেওয়ানি লাভ করে –

 

(ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে

(গ) ১৭৬১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

 

৭. দ্বৈত শাসন প্রবর্তিত হয় –

 

(ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে

(গ) ১৭৬১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

 

৮. ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান –

 

(ক) মিরজাফর

(খ) রবার্ট ক্লাইভ

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) ওয়ারেন হেস্টিংস।

উত্তরঃ- (ঘ) ওয়ারেন হেস্টিংস।

 

৯. সলবাই – এর সন্ধি স্বাক্ষরিত হয় –

 

(ক) ১৭৭৯ খ্রিস্টাব্দে

(খ) ১৭৮০ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে।

 

১০. ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় –

 

(ক) ১৭৮৪ খ্রিস্টাব্দে

(খ) ১৭৮০ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ক) ১৭৮৪ খ্রিস্টাব্দে

 

১১. বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –

 

(ক) ১৮০০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে

(গ) ১৮০২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৯৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (গ) ১৮০২ খ্রিস্টাব্দে

 

১২. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ১৭৫৭ খ্রিস্টাব্দের –

 

(ক) ৯ ফেব্রুয়ারি

(খ) ৯ জুলাই

(গ) ৯ আগস্ট

(ঘ) ৯ মার্চ।

উত্তরঃ- (ক) ৯ ফেব্রুয়ারি

 

১৩. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) ফারুকশিয়ারের ফরমান (a) ১৭১৭ খ্রিস্টাব্দ

(ii) পিটের ভারত শাসন আইন (b) ১৭১৭ খ্রিস্টাব্দ

(iii) রেগুলেটিং অ্যাক্ট (c) ১৮৫৩ খ্রিস্টাব্দ

(iv) রেলপথ স্থাপন (d) ১৭৮৪ খ্রিস্টাব্দ

বিকল্প সমূহ :

 

(ক) i-c, ii-b, iii-d, iv-a

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a, iv-c

উত্তরঃ- (গ) i-b, ii-d, iii-a, iv-c

 

১৩. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) ভারতের প্রথম গভর্নর জেনারেল (a) জামশেদজি টাটা

(ii) সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি (b) স্যার এলিজা ইম্পে

(iii) ভারতের প্রথম ভাইসরয় (c) ওয়ারেন হেস্টিংস

(iv) টিসকো (d) লর্ড ক্যানিং

বিকল্প সমূহ :

 

(ক) i-c, ii-b, iii-d, iv-a

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a, iv-d

উত্তরঃ- (ক) i-c, ii-b, iii-d, iv-a

 

চতুর্থ অধ্যায় থেকে বৈকল্পিক প্রশ্ন উত্তর

১. বাংলাভাষায় প্রথম সংবাদপত্র হল –

 

(ক) সমাচার দর্পণ

(খ) সংবাদ কৌমুদী

(গ) বেঙ্গল গেজেট

(ঘ) সমাচার সংবাদ।

উত্তরঃ- (ক) সমাচার দর্পণ

 

২. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় –

 

(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।

 

৩. বিধবা বিবাহ আইন পাস হয় –

 

(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

 

৪. জ্যোতিবা ফুলে রচিত গ্ৰন্থটি হল –

 

(ক) গুলামগিরি

(খ) যোগম

(গ) বেদভাষা

(ঘ) দীনবন্ধু।

উত্তরঃ- (ক) গুলামগিরি

 

৫. কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় –

 

(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

 

৬. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় –

 

(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

 

৭. ১৭৮১ খ্রিস্টাব্দে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন –

 

(ক) রবার্ট ক্লাইভ

(খ) লর্ড ময়রা

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) ওয়ারেন হেস্টিংস।

উত্তরঃ- (ঘ) ওয়ারেন হেস্টিংস।

 

৮. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

 

(ক) ১৮১৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে

 

৯. ‘সত্যার্থ প্রকাশ’ ও ‘বেদভাষা’ গ্রন্থের রচয়িতা –

 

(ক) স্বামী দয়ানন্দ সরস্বতী

(খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর

(গ) এম. জি. রানাডে

(ঘ) আত্মারাম পাণ্ডুরঙ্গ।

উত্তরঃ- (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী

 

১০. সত্যশোধক সমাজ (১৮৭৩) প্রতিষ্ঠা করেন –

 

(ক) এম. জি. রানাডে

(খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর

(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী

(ঘ) জ্যোতিবা ফুলে।

উত্তরঃ- (ঘ) জ্যোতিবা ফুলে।

 

১১. ভাইকম সত্যাগ্রহ -র অন্যতম প্রধান নেতা ছিলেন –

 

(ক) জ্যোতিবা ফুলে

(খ) নারায়ণ গুরু

(গ) কেশব মেনন

(ঘ) কেলাপ্পান।

উত্তরঃ- (খ) নারায়ণ গুরু

 

১২. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলা হয় –

 

(ক) কেশব মেননকে

(খ) শ্রী নারায়ণ গুরুকে

(গ) কেলাপ্পানকে

(ঘ) বীরসালিঙ্গম পানতুলুকে।

উত্তরঃ- (ঘ) বীরসালিঙ্গম পানতুলুকে।

 

১৩. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) চুঁইয়ে পড়া নীতি (a) আলেকজান্ডার ডাফ

(ii) ভারতীয় নবজাগরণের অগ্ৰদূত (b) কোলব্রুক

(iii) প্রাচ্যবাদী (c) রামমোহন রায়

(iv) পাশ্চাত্যবাদী (d) মেকলে

বিকল্প সমূহ :

 

(ক) i-c, ii-b, iii-d, iv-a

(খ) i-d, ii-c, iii-b, iv-a

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a,iv-c

উত্তরঃ- (খ) i-d, ii-c, iii-b, iv-a

 

১৪. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) স্কুল বুক সোসাইটি (a) উইলিয়াম জোন্স

(ii) এশিয়াটিক সোসাইটি (b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(iii) ফোর্ট উইলিয়াম কলেজ (c) ডেভিড হেয়ার

(iv) মেট্রোপলিটন ইন্সটিটিউশন (d) লর্ড ওয়েলেসলি

বিকল্প সমূহ :

 

(ক) i-c, ii-a, iii-d, iv-b

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a,iv-d

উত্তরঃ- (ক) i-c, ii-a, iii-d, iv-b

 

পঞ্চম অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর

১. রাওলাট আইন প্রবর্তিত হয় –

 

(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ-(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে

 

২. রাওলাট কমিশনের অপর নাম –

 

(ক) সিডনি কমিশন

(খ) হান্টার কমিশন

(গ) স্যাডলার কমিশন

(ঘ) সিডিশন কমিশন।

উত্তরঃ- (ঘ) সিডিশন কমিশন।

 

৩. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিনটি হল ১৯১৯ খ্রিস্টাব্দের –

 

(ক) ১৩ মার্চ

(খ) ১৩ এপ্রিল

(গ) ১৩ মে

(ঘ) ১৩ জুন।

উত্তরঃ- (খ) ১৩ এপ্রিল

 

৪. ‘নবান্ন’ নাটক রচনা করেন –

 

(ক) শম্ভু মিত্র

(খ) বিজন ভট্টাচার্য

(গ) ভবানী ভট্টাচার্য

(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ- (খ) বিজন ভট্টাচার্য

 

৫. মিরাট ষড়যন্ত্র মামলায় (১৯২৯) অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ছিলেন –

 

(ক) ফিলিপ স্প্র্যাট

(খ) এস. এ. ডাঙ্গে

(গ) বিপাণ চন্দ্র

(ঘ) কে. এন. যোগলেকর।

উত্তরঃ- (ক) ফিলিপ স্প্র্যাট

 

৬. ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন –

 

(ক) লর্ড লিটন

(খ) লর্ড কার্জন

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) জন লরেন্স।

উত্তরঃ- (ঘ) জন লরেন্স।

 

৭. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় –

 

(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে

 

৮. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি (১৯৩২) ঘোষণা করেছিলেন –

 

(ক) লর্ড ডালহৌসি

(খ) র ্যামসে ম্যাকডোনাল্ড

(গ) লর্ড আরউইন

(ঘ) লর্ড মাউন্টব্যাটেন।

উত্তরঃ- (খ) র ্যামসে ম্যাকডোনাল্ড

 

৯. কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন –

 

(ক) গান্ধিজি

(খ) কেশব মেনন

(গ) এ. কে. গোপালন

(ঘ) ড. আম্বেদকর।

উত্তরঃ- (ঘ) ড. আম্বেদকর।

 

১০. কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?

 

(ক) মারাঠা পেশোয়া

(খ) জয়পুরের মহারাজা

(গ) হায়দ্রাবাদের নিজাম

(ঘ) টিপু।

উত্তরঃ- (গ) হায়দ্রাবাদের নিজাম

 

১১. অশনি সংকেত’ উপন্যাসের রচয়িতা –

 

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

উত্তরঃ- (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

 

১২. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) মর্লে-মিন্টো সংস্কার আইন (a) ১৯১৯ খ্রিস্টাব্দ

(ii) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন (b) ১৯০৯ খ্রিস্টাব্দ

(iii) লক্ষ্মৌ চুক্তি (c) ১৯২৯ খ্রিস্টাব্দ

(iv) মিরাট ষড়যন্ত্র মামলা (d) ১৯১৬ খ্রিস্টাব্দ

বিকল্প সমূহ :

 

(ক) i-c, ii-b, iii-d, iv-a

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a,iv-c

উত্তরঃ- (খ) i-b, ii-a, iii-d, iv-c

 

১৩. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) ‘নাইট’ উপাধি ত্যাগ (a) মহাত্মা গান্ধি

(ii) ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি ত্যাগ (b) মাইকেল ডায়ার

(iii) চৌদ্দ দফা দাবি (c) রবীন্দ্রনাথ ঠাকুর

(iv) টিসকো (d) মহম্মদ আলি জিন্নাহ

বিকল্প সমূহ :

 

(ক) i-c, ii-a, iii-b, iv-d

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a,iv-d

উত্তরঃ- (ক) i-c, ii-a, iii-b, iv-d

 

ষষ্ঠ অধ্যায় থেকে বৈকল্পিক প্রশ্ন উত্তর

১. লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয় ১৯৪০ খ্রিস্টাব্দের –

 

(ক) ৮ মে

(খ) ৮ জুন

(গ) ৮ জুলাই

(ঘ) ৮ আগস্ট।

উত্তরঃ- (ঘ) ৮ আগস্ট।

 

২. গান্ধিজি ‘ফেল-পড়া ব্যাঙ্কের ওপর আগামী তারিখের চেক’ বলে মন্তব্য করেন –

 

(ক) আগস্ট প্রস্তাবকে

(খ) ক্রিপস প্রস্তাবকে

(গ) লাহোর প্রস্তাবকে

(ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ- (ক) আগস্ট প্রস্তাবকে

 

৩. কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্ৰহণ করে ১৯৪২ খ্রিস্টাব্দের –

 

(ক) ৮ মে

(খ) ১৭ জুন

(গ) ১৪ জুলাই

(ঘ) ৮ আগস্ট।

উত্তরঃ- (গ) ১৪ জুলাই

 

৪. সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন –

 

(ক) ১৯৪১ খ্রিস্টাব্দের ২ জুলাই

(খ) ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি

(গ) ১৯৪০ খ্রিস্টাব্দের ২ জুলাই

(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি।

উত্তরঃ- (খ) ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি

 

৫. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম দখল করে ভারতের –

 

(ক) দিসপুর শহর

(খ) গৌহাটি শহর

(গ) ইম্ফল শহর

(ঘ) কোহিমা শহর।

উত্তরঃ- (ঘ) কোহিমা শহর।

 

৬. রশিদ আলি দিবস পালিত হয় –

 

(ক) ১২ ফেব্রুয়ারি

(খ) ১২ জানুয়ারি

(গ) ২ ফেব্রুয়ারি

(ঘ) ২ জানুয়ারি।

উত্তরঃ- (ক) ১২ ফেব্রুয়ারি

 

৭. ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে’ গানটি রচনা করেন –

 

(ক) বিজন ভট্টাচার্য

(খ) সুকান্ত ভট্টাচার্য

(গ) ভবানী ভট্টাচার্য

(ঘ) নজরুল ইসলাম।

উত্তরঃ- (খ) সুকান্ত ভট্টাচার্য

 

৮. নৌবিদ্রোহ (১৯৪৬) প্রথম শুরু হয় –

 

(ক) টাইটানিক জাহাজে

(খ) নেভি জাহাজে

(গ) তলোয়ার জাহাজে

(ঘ) সমুদ্রকন্যা জাহাজে।

উত্তরঃ- (গ) তলোয়ার জাহাজে

 

৯. ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় –

 

(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে।

 

১০. ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ শ্লোগান তুলেছিল –

 

(ক) জাপান

(খ) চীন

(গ) ভারত

(ঘ) বাংলাদেশ।

উত্তরঃ- (ক) জাপান

 

১১. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) মন্ত্রী মিশন (a) ১৯৪৩ খ্রিস্টাব্দ

(ii) সি. আর. ফর্মুলা (b) ১৯৪৬ খ্রিস্টাব্দ

(iii) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা (c) ১৯৪২ খ্রিস্টাব্দ

(iv) ক্রিপস মিশন (d) ১৯৪৪ খ্রিস্টাব্দ

বিকল্প সমূহ :

 

(ক) i-c, ii-b, iii-d, iv-a

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a,iv-c

উত্তরঃ- (ক) i-c, ii-b, iii-d, iv-a

 

১৩. স্তম্ভ মেলাও।

 

ক – স্তম্ভ খ – স্তম্ভ

(i) তাম্রলিপ্ত জাতীয় সরকার (a) মাতঙ্গিনী হাজারা

(ii) পুলিশের গুলিতে নিহত (b) বল্লভভাই প্যাটেল

(iii) আজাদ হিন্দ ফৌজ (c) রাসবিহারী বসু

(iv) সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা (d) সতীশচন্দ্র সামন্ত

বিকল্প সমূহ :

 

(ক) i-d, ii-a, iii-c, iv-b

(খ) i-b, ii-a, iii-d, iv-c

(গ) i-b, ii-d, iii-a, iv-c

(ঘ) i-b, ii-d, iii-a,iv-d

উত্তরঃ- (ক) i-d, ii-a, iii-c, iv-b

লেখক অর্পণ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল মধুবন বিহার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ