অন্যান্য 

Madhyamik Examination 2024 : মাধ্যমিক ২০২৪-এর সেরা প্রস্তুতি : *ইংরেজি রাইটিং স্কিল-এ ফুল মার্কস* প্রস্তুত করেছেন কাজী নিজামউদ্দীন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মাধ্যমিক ২০২৪-এর সেরা প্রস্তুতি

*ইংরেজি রাইটিং স্কিল-এ ফুল মার্কস*

কাজী নিজামউদ্দীন, প্রধান শিক্ষক, বিজড়া হাই স্কুল, দুর্গাপুর

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে ভালো ফল করতে গেলে অবশ্যই লেখার দক্ষতা অর্জন করতে হবে। এ কথা অবশ্য ঠিক যে লিখতে শেখার কাজটি খুব সহজ নয়। ভালো শব্দ ভান্ডার আয়ত্ত করতে হলে ভালো বাক্য লিখতে গেলে ভালো লেখা পড়তে হবে। তোমরা যারা ভালো নম্বর পেতে চাও নিশ্চয় তোমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছো। তোমাদের শিক্ষক শিক্ষিকারা তোমাদের সঙ্গে তো আছেনই।

Advertisement

যাক এখন আমরা এবার আমাদের Writing Skill নিয়ে কিছু দরকারি কথা বলি। মাধ্যমিকে আমাদের সাধারণত তিনটি Writing Skill প্রশ্নের উত্তর দিতে হয়। একটি পাঁচ নম্বর এর ও দুটি দশ নম্বর এর। পাঁচ নম্বর থাকে Notice Writing এ। আর Paragraph Writing Report Writing ও Letter Writing ( formal or informal )।

এখন যেকোনো Writing এর প্রশ্নের একটি Standard Format আছে।সেটির জন্য অবশ্যই নম্বর আছে আলাদা। এই ফরম্যাটের একটু এদিক ওদিক হলে নম্বর কম হয়ে যায়।অন্যথায় Content ঠিক থাকলে ফুল মার্কস পাওয়া যায়।

যেমন Notice এর লেখা একটি বক্স করে লিখবে।

ডানদিকে তারিখ।

প্রথমে institution এর নাম পুরো ক্যাপিট্যাল লেটারে।

Subject

তারপর বিষয়।catchy হেডিং হলে ভালো হয়।

এরপর শুরু করবে।

Students of Classes (কোন কোন ক্লাস অথবা all the classes প্রশ্ন অনুযায়ী mention করতে হবে।)are hereby informed that…এইভাবে শুরু করবে।Date time venue..to whom to be contacted লিখতে হবে।

শেষে ডানদিকে যে লিখছে তার নাম ও পদ Designation লিখতে হবে।বাঁদিকে Countersigned by Headmaster /Headmistress থাকবে।তবে ক্লাবের নোটিশ হলে লাগবে না।

Paragraph Writing তোমরা মুখস্থ করো।কিন্তু দেখো ওখানে কিন্তু পয়েন্ট দেওয়া থাকে। ঐ পয়েন্টগুলো elaborate করতে হয়।তুমি এক্সট্রা পয়েন্ট দিতে পারো একটি দুটি তার বেশি নয়।এবং Word limit টা একটু Maintain করবে।ঐটুকু লেখার মধ্যে তোমার দক্ষতা দেখাতে হবে।তোমার শব্দ জ্ঞান phrase idiom group verb এর প্রয়োগ ।পারলে proverb দাও ঠিক appropriate..

Letter এর ক্ষেত্রে ও তাই ফরম্যাটের ভুল যেন না হয়।একটি লেটারে পাঁচটা part থাকে Heading : Place /date

Salutation Dear..Sir Madam

Body অন্তত দুটি paragraph

Senders subscription

Yours Sincerely

Truly Yours

 

Superscription :

Receipient’s

Address

Editor কে লেখা চিঠিটা একেবারেই আলাদা শুরু আলাদা শেষ হবে।এটা তোমরা জানো।যারা জানো না শিখে নিও।

যদিও আমাদের email Writing আসে নি এখনও তবে তৈরি হয়ে থাকা ভালো।

আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা।Unseen থেকে ঐ চারটি Word Meaning এর উত্তর দিতে পারলে ইংরেজিতে একশোয় একশো পাওয়ার চান্স থাকে।

এটার একটি ট্রিকস হল যে শব্দ বন্ধটা প্রশ্নে দেওয়া আছে তার অর্থ টি বুঝে passage এ এইরকম কথা কোথায় বলা আছে সেটা Guess করো।এতেই তুমি খুঁজে পেয়ে যাবে।সাধারণত তিনটি খুব সহজ থাকে একটি ই একটু ঘোরানো থাকে।এটা একটু সাবধানে ধৈর্য ধরে খোঁজো ঠিক পেয়ে যাবে।

যাকা এরপরে যদি সম্ভব হয় কিছু মডেল Writing আমরা এখানে দেওয়ার চেষ্টা করব।তোমাদের সুবিধার জন্য ।লেখা শেখার মূলমন্ত্র হল ভালো কিছু লেখা অনুসরণ করা imitate করা। উঠেপড়ে লেগে যাও তোমাদের শিক্ষক শিক্ষিকাদের লেখাগুলো খুব মন দিয়ে পড়ে ফেলো।

Report Writing লিখতে হলে তোমরা একটু ইংরেজি খবরের কাগজ পড়ে দেখতে পারো। News writing এর একটি নিজস্ব চলন আছে।প্রথমে Heading অবশ্যই সব Capital letter এ

পরে বাঁদিকে Place Date

প্রথমে মেইন ইনসিডেন্টটা মেনশন করো। তারপর বর্ণনা দাও। accident report এ টাইম থাকবে Casualties এবং Rescue অথবা Compensation থাকবে।

All the best.

 

তোমরা নিম্নলিখিত নোটিশ গুলি লিখে প্র্যাকটিস করো:

1)Write a notice on :A blood donation camp in your local club

2)A science exhibition

3)A quiz competition

4) A tree plantation programme

5)An educational excursion

 

 

Paragraph :

A picnic you enjoyed

Chandrayaan -3

Cloud Burst in Sikkim

 

Letter Writing formal:

To the editor :

1) rising prices of essential commodities

2)reckless driving

3)India’s glorious success in Mission Chandrayaan

4)Insanitary condition of your locality

————————————–

*সৌজন্যে: অনুসন্ধান কলকাতা*


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ