লোকসভা নির্বাচনে ৪২ আসনই জিতবে তৃণমূল কংগ্রেস, উত্তরবঙ্গে শীতবস্ত্র ও পাঠ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ
জাতীয় শিক্ষা দিবসকে সামনে রেখে,দার্জিলিংয়ে পাঠ্য সামগ্ৰী ও বস্ত্র বিতরণ পঃবঃ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের*
বিশেষ প্রতিবেদন, বাগডোগরা : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশা সাধারণ মানুষের জনজীবনে বাধা তৈরি হচ্ছে। প্রকৃতির এই খেলা কাবু করে মানুষকে।শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন।
বলাবাহুল্য সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন হিসেবে পুরো রাজ্যজুড়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অনন্য নজির সৃষ্টি করে চলেছে তার পিছনে সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এর নিরলস প্রচেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য।
উল্লেখ্য ১১ই নভেম্বর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তথা মহান স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিক্ষা দিবসকে সামনে রেখে পথ শিশুদের হাতে পাঠ্যপুস্তক ও পথশিশু,নারী, পুরুষদের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয় মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ এর উপস্থিতিতে। অনুষ্ঠান প্রসঙ্গে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য ফারহাদ বলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দলের সাধারণ সম্পাদক তথা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে বছরভর বিভিন্ন ধরনের সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে কাজ করে চলেছে এই সংগঠন।
রবিবার পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA) এর দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে বাগডোগরার হাইওয়ে কিচেন সন্নিকটে বস্তি এলাকায় অনুষ্ঠিত পাঠ্যপুস্তক ও দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই এই সংগঠনের লক্ষ্য ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি মাদ্রাসার শিক্ষকরা সমাজের প্রতি যে দায়বদ্ধতা নিয়ে প্রতিমুহূর্ত কাজ করে তার প্রকৃত উদাহরণ আজ আবারও দার্জিলিং এর মাটিতে আবির্ভূত হলো।রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সবকটি আসনে জয়লাভ করবে।
উত্তরবঙ্গের ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে চক্রান্তকারী বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে সাধারণ মানুষ।তাই আগামী লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে দার্জিলিং প্রতিটি লোকসভা তৃণমূল কংগ্রেস দখল করবে। আবেগঘন কণ্ঠে ফারহাদ বলেন বাংলা থেকে নোবেলজয়ী ব্যক্তি পেয়েছে, পেয়েছে রাষ্ট্রপতি আর এবার হাওয়াই চটি আর সাদা সাড়ি পরা দিদিমনি হবেন দেশের প্রধানমন্ত্রী ।
মাদ্রাসা শিক্ষকদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও জ্ঞাপন করেন।পাঠ্যপুস্তক এবং শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে একেএম ফারহাদ বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক,শিশুশ্রম,ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।
সমাজকে সুস্থ সবল রাখতে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি রাখেন।উক্ত কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দার্জিলিং জেলার হেলাল হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহঃ শেখ ফরিদ, জলপাইগুড়ি জেলার ভান্ডারগাছ হাই মাদ্রাসার সহশিক্ষক মোঃ জিয়াউর, বিকাশ সাহা, নূপুর সাহা, এলাকার বিশিষ্ট সমাজসেবী মতিয়ার রহমান মতি,আকসার আলি,অনিল শর্মা,সৈনিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।