জেলা 

হুগলী জেলার হাজীগড়ে রক্তদান শিবির

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, হুগলী :হুগলী জেলার প্রত্যন্ত একটি গ্রাম হাজীগড়, আজ অর্থাৎ শনিবার হাজীগড় পাড়া ও চামট পাড়া স্মশান কালী পুজো কমিটি আয়োজিত ও পাশে আছি সামাজিক সংগঠন এর কর্ণধার সাহিল মল্লিকের সহযোগিতায় সারাদিন ব্যাপী হয়ে গেলো এক বিশাল রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ হানিফ, প্রাক্তন কর্মাধ্যক্ষ অমিত ঘোড়ুই, গুড়াপ গ্রাম পঞ্চায়েতের প্রধান দন্ডিচরণ ঘোষ, গুড়াপ বইমেলার সম্পাদক আদিত্য নারায়ণ চৌধুরী এবং বিশিষ্ট অভিনেতা জয়, বিশিষ্ট সংগীতশিল্পী শিমুল দাস সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে এসেছিলেন বর্ধমানের একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। রক্তদান শিবির চলে দুপুর ৩ টে পর্যন্ত এবং এর পরেই শুরু হয় নিত্যানুষ্ঠান চলে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত এককথায় অনুষ্ঠান হয়ে উঠেছিল এক অনন্দ মুখর, এবং “পাশে আছি” সামাজিক সংগঠন কে পাশে পেয়ে পুজো কমিটি জানান, তারা খুব আপ্লুত, তারা বলেন পাশে আছি যেভাবে আমাদের এলাকা সহ বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষদের জন্য কাজ করে চলেছে তা সত্যিই লক্ষণীয় এবং প্রশংসনী।।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ