দেশ 

চাকরি চাই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে ঝাঁপ যুবকের !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  দেশে বেকারত্ব এমন একটাই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যুব সম্প্রদায় বিভ্রান্ত হয়ে পড়ছে । সেনাবাহিনীতে চাকরি দেওয়ার দাবিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে লাফিয়ে পড়ে এক যুবক। প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে তাঁর দূরত্ব ছিল মাত্র ২০ মিটার। যদিও সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীর ওই যুবককে সরিয়ে নিয়ে যায়।

শনিবার বারাণসীতে একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। রুদ্রাক্ষ ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ট কনভেনশন সেন্টারের কাছ থেকে তাঁর কনভয় যাওয়ার সময় যুবকটি সেখানে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রীর কনভয় তখন লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরগামী। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম কৃষ্ণ কুমার। উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই বারাণসী এসেছিলে বলে খবর। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ভারতীয় সেনায় লিখিত পরীক্ষায় পাশ করে গিয়েছিলেন তিনি। কিন্তু মেডিক্যাল টেস্টে ফেল করেন তিনি। এরপর থেকেই নিয়োগের দাবিতে বিভিন্ন ব্যক্তির দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। সেই নিয়োগ চেয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওই যুবক। তবে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ