কলকাতা 

West Bengal Weather Update : ঝড় বৃষ্টির ফলে এবছর পুজোর বাজার মাটি হতে চলেছে ! কী বলছে আবহাওয়া দফতর?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  আবার রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধতে চলেছে। এই ঘূর্ণাবর্ত থেকে কিছু দিনের মধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে যাবে। সাগরে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে।তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কি না, এখনই নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস। তার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও পশ্চিমবঙ্গের উপকূলে তার কী প্রভাব পড়বে, কোন অভিমুখে তা এগোবে, এখনও কিছুই স্পষ্ট নয়। সাগরে এই ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতির দিকে নজর রেখেছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। তা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। এ ছাড়া, দিঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে বৃষ্টি হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরেফিরে আসছে। পুজোয় বৃষ্টি হবে না তো? হাওয়া অফিস থেকে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না। তবে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড়ের জন্ম হলে পুজোর আগে ঝড়বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে তেজ।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ