ইন্ডিয়া নয় এবার থেকে ভারত মোদি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত!
বাংলার জনরব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দেশের নামটাই পাল্টে দিলেন। আন্তর্জাতিক মহলে যে দেশের নাম ইন্ডিয়া বলে পরিচিত। সেই আন্তর্জাতিক মহলে এখন থেকে ইন্ডিয়া নামটা পাল্টে গিয়ে ভারত নামে পরিচিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর G 20 এর দেশগুলির যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলনে দেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে নৈশ ভোজের আমন্ত্রণপত্র দেয়া হয়েছে আগত বিদেশি অতিথিদের সেই আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না লিখে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। এই বার্তা থেকে এটাই স্পষ্ট হয়েছে যে বর্তমান মোদি সরকার ইন্ডিয়া শব্দটি আর ব্যবহার করতে চাইছেন না।
কারণ, ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিত ভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি। কিন্তু জি২০ নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ কথাটি লেখা হয়েছে। এর পরেই প্রশ্ন উঠেছে, আচমকা এমন বদলের কারণ কি? এই বিষয় নিয়েই বিজেপিকে তুমুল আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এক্স-এ (সাবেক টুইটার) রমেশের কটাক্ষ, ‘‘তা হলে যেটা শুনেছিলাম, সেটাই সত্যি! আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে জি২০ নেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’, অথচ চিরাচরিত ভাবে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ লেখাই দস্তুর।’’